ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সঙ্গপ্রিয় বানর ॥ বাঘের ঘুম

প্রকাশিত: ০৪:১৩, ৮ অক্টোবর ২০১৭

সঙ্গপ্রিয় বানর ॥ বাঘের ঘুম

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম নগর সেন্ট পিটার্সবার্গের দ্য সিটি চিড়িয়াখানায় শুক্রবার একটি খাঁচায় দড়ির উপর বাদামী ক্যাপুচিন প্রজাতির এই তিনটি বানরকে বসে থাকতে দেখা যায়। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী চিড়িয়াখানাটিতে বিভিন্ন ধরনের পশুপাখি দেখে তাদের অবসর সময় কাটান। -এএফপি বাঘের ঘুম সম্প্রতি চীনের সুদানজিয়াংয়ের বাইরে হেনগদাওয়েজি টাউনশিপে হেনগদাওয়েজি সাইবেরিয়ান টাইগার পার্কে একটি চালার নিচে এই সাইবেরিয়ান বাঘগুলোকে একসঙ্গে ঘুমাতে দেখা যায়। সেখানকার বন কর্মকর্তা ও সংরক্ষণ কর্মীরা এই বাঘের সংখ্যা বাড়াতে কাজ করছেন। এছাড়াও দেশটির বিভিন্ন প্রজনন কেন্দ্রে এই প্রজাতির প্রায় ২শ’ বাঘ আটক রাখা হয়েছে। -এএফপি
×