ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অপহরণে ব্যর্থ হয়ে মামলার বাদীকে হত্যার হুমকি

প্রকাশিত: ০৪:১১, ৮ অক্টোবর ২০১৭

অপহরণে ব্যর্থ হয়ে মামলার বাদীকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চরের জমি দখল করতে হিজলা উপজেলার চরআবুপুর এলাকার চাঞ্চল্যকর মোসলেম সরদার হত্যা মামলার বাদীকে শুক্রবার রাতে দ্বিতীয়বার অপহরণে ব্যর্থ হয়ে প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে ভূমিদস্যু মজু বাহিনীর প্রধান ও তার সহযোগীরা। সন্ত্রাসীদের হুমকির মুখে মামলার বাদী ও নিহতের পুত্র মিরাজ সরদার নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। শনিবার সকালে হত্যা মামলার বাদী মিরাজ সরদার জানান, মুলাদী এলাকা থেকে শুক্রবার রাতে ভূমিদস্যু সন্ত্রাসী মজু বাহিনীর ক্যাডাররা দ্বিতীয় দফায় তাকে (মিরাজ) অপহরণের চেষ্টা চালায়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর থেকেই সন্ত্রাসী মজু বাহিনীর প্রধান মজিবুর রহমান মজু সরদার ও তার ঘনিষ্ঠ সহযোগী শরিয়ত উল্লাহ বেপারী তাকে (মিরাজ সরদার) প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। সূত্রমতে, হিজলা উপজেলার চরআবুপুর এলাকার কয়েক শ’ নদীভাঙ্গুলিদের মাথা গোঁজার একমাত্র অবলম্বন চরের জমি দখল করতে ভূমিদস্যু মজু বাহিনীর শতাধিক সদস্য সশস্ত্র অবস্থায় ওই এলাকার নিরীহ জনসাধারণের বাড়ি ঘরে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে। এসময় মুলাদী এলাকার বৃদ্ধ মোসলেম সরদারকে পরিকল্পিতভাবে হত্যা করে মজু বাহিনীর ক্যাডাররা।
×