ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৪ বছর পর উইলসের গবর্নিং বডির নির্বাচন

প্রকাশিত: ০৪:১০, ৮ অক্টোবর ২০১৭

১৪ বছর পর উইলসের গবর্নিং বডির নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ১৪ বছর পর শনিবার অনুষ্ঠিত হলো রাজধানীর উইলস লিটল স্কুল এ্যান্ড কলেজের গবর্নিং বডির নির্বাচন। অভিভাবকদের একটি অংশের আনা নানা অভিযোগের মধ্যে নির্বাচন শেষে ফলও ঘোষণা করা হয়েছে। প্রিসাইডিং অফিসার কাজী হাফিছ উদ্দিন জানিয়েছেন, সুষ্ঠুভাবে এ ভোট কার্যক্রম শেষ হয়েছে। প্রায় সাড়ে ছয় হাজার ভোটারের মধ্যে মোট ২৩ শতাংশ ভোট পড়েছে। উইলস লিটল স্কুল এ্যান্ড কলেজে প্রতিনিধি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। তার মধ্যে কলেজ শাখায় দুই জন বিজয়ীর মধ্যে ৮৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন মোজ্জামেল হক। দ্বিতীয় অবস্থানে রয়েছেন শফিক হাওলাদার। তিনি ৭৯ ভোট পেয়েছেন। মাধ্যমিক শাখায় ৪১১ ভোট পেয়ে প্রথম হয়েছেন মোঃ সরোয়ার এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন মোঃ শফিকুর রহমান। তিনি ৩৯৭ ভোট পেয়েছেন। প্রাথমিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ আশিকুর রহমান নাদিম বিজয়ী হয়েছেন। এছাড়া কলেজ শাখায় শিক্ষক প্রতিনিধির তালিকায় প্রথম হয়েছেন আসিফ রহমান (২৪ ভোট), দ্বিতীয় হয়েছেন এইচ এম গিয়াসউদ্দিন (১৬ ভোট) মাধ্যমিকে বিজয়ী শিক্ষক প্রতিনিধিদের মধ্যে প্রথম অবস্থানে উত্তম কুমার (৮৮ ভোট), দ্বিতীয় এস এইচ এম মাসুদ (৭০)। সংরক্ষিত মহিলা আসনে তিনজনকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে। তার মধ্যে প্রথম অবস্থানে শ্যামলী হোসেন (১১৯ ভোট), দ্বিতীয় হেলেনা আক্তার (৪১০ ভোট) এবং তৃতীয় অবস্থানে ফাহমিদা আক্তার (১৭৫ ভোট) রয়েছেন। এদিকে এ গবর্নিং বডির নির্বাচন বাতিল করে ইংরেজী মাধ্যমসহ সব মাধ্যমের অভিভাবকদের ভোটাধিকার দিয়ে পুনর্নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে উইলস পরিবার নামে অভিভাবকদের একটি সংগঠন। সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন মিলনায়তনে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক মনিরুল ইসলাম (আকাশ) অভিযোগ করেন, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজে নির্বাচন নিয়ে নানামুখী চক্রান্ত চলছে। ২০০৩ সালের পর ১৪ বছর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিশেষ কমিটি ও এডহক কমিটি দিয়ে স্কুলটি পরিচালিত হচ্ছে। ফলে স্কুলে লেখাপড়ার মান নিচে নেমে যাচ্ছে এবং স্কুলকেন্দ্রিক নানা দুর্নীতি ও অনিয়ম হচ্ছে। তিনি আরও বলেন, স্কুল পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে বাংলা ও ইংরেজী মাধ্যমসহ সব মাধ্যম মিলে যৌথভাবে নির্বাচন হলেও অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে ইংরেজী মাধ্যমকে দূরে সরিয়ে রাখা হয়।
×