ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নাশকতার পরিকল্পনা

মীরসরাইয়ে চৌদ্দ জামায়াত নেতাকর্মী আটক

প্রকাশিত: ০৪:০৬, ৮ অক্টোবর ২০১৭

মীরসরাইয়ে চৌদ্দ জামায়াত নেতাকর্মী আটক

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম ॥ নাশকতার পরিকল্পনা করার সময় জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাত ৮টায় একটি পরিত্যক্ত কাচারি ঘর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই, মিটিংয়ের রেজিস্টার খাতা, বাইতুল মালের হিসাব খাতা এবং কিছু টাকা উদ্ধার করা হয়। জানা যায়, শুক্রবার রাতে ২নং হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামের জামায়াতের ইউনিয়ন সভাপতি আবু তাহেরের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করে। অভিযানের সময় এসআই আবুল কাশেম, কনস্টেবল হুমায়ুন ও জসিম নামে তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছেন জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির। আটককৃতরা হল- হিঙ্গুলী ওয়ার্ডের জামায়াতের সাথী নজরুল ইসলাম, একই ওয়ার্ড জামায়াতের কর্মী হারুন, সমর্থক রবিউল হোসেন, ৭নং ওয়ার্ড জামায়াতের কর্মী মোঃ শাহ আলম, হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু তাহের, কর্মী জয়নাল আবেদীন, ৪নং ওয়ার্ড জামায়াতের কর্মী মোঃ মাসুক, ৩নং ওয়ার্ড জামায়াতের কর্মী মোশারফ হোসেন, ৫নং ওয়ার্ড জামায়াতের সমর্থক আরিফুল ইসলাম, ১নং ওয়ার্ড জামায়াতের সমর্থক আবু তাহের, ৯নং ওয়ার্ড জামায়াতের সাথী দেলোয়ার হোসেন, ৪নং ওয়ার্ড জামায়াতের কর্মী নোমান, ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মিজানুর রহমান এবং ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের সমর্থক বাইতুন নুর মসজিদের ইমাম নুরুন নবী। নরসিংদীতে ২৬ স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে জানান, নরসিংদী সদর দক্ষিণ জামায়াতের আমির মাওলানা আঃ জব্বারসহ ২৬ জামায়াত শিবির কর্মীকে আটক করেছে পুলিশ । মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বিবিরকান্দি ইমন গার্ডেন নামক পার্ক থেকে শনিবার বিকেলে তাদের আটক করা হয় । মাধবদী থানার ওসি ইলিয়াছ মোল্লা জানান, নাশকতা পরিকল্পনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে ।
×