ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাকৃবি প্রতিষ্ঠার উদ্দেশ্য সফল হয়েছে ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৪:০৬, ৮ অক্টোবর ২০১৭

বাকৃবি প্রতিষ্ঠার উদ্দেশ্য সফল হয়েছে ॥ শিক্ষামন্ত্রী

বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রতিষ্ঠার উদ্দেশ্য সফল হয়েছে। কৃষিকে এগিয়ে নিতে যে এ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের অবদান অন্যতম। তাঁদের কারণেই আজ দেশ শাকসবজি ও মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ স্থানে উঠে এসেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে বেলুন ও সাদা পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ জসিমউদ্দিন খানের সভাপতিত্বে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্জন ও সম্মুখ ভাবনা’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সম্মানিত অতিথি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিশেষ অতিথি সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আকবর। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমেরিটাস অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এম এ সাত্তার ম-ল। কালিয়াকৈরে রোহিঙ্গা নারী শিশু উদ্ধার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈর থেকে শনিবার রোহিঙ্গা এক শিশু ও তার মাকে উদ্ধার করেছে পুলিশ। তারা হলো- আব্দুল্লাহ (৮) ও তার মা বিথী কুমারী (৪০)। জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ভান্নারা পশ্চিমপাড়া এলাকার ধোপাচালা রোড পুকুর পাড়ে শনিবার বিকেলে অজ্ঞাত পরিচয়ের এক নারী ও শিশুকে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসী। এ সময় তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা মিয়ানমারের লোক এবং সম্পর্কে মা ও ছেলে বলে শিশুটি হিন্দি ও বাংলায় মেশানো আঞ্চলিক ভাষায় জানায়। তবে শিশুটির মায়ের ভাষা বুঝতে না পারায় বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাদের কথাবার্তায় ও আচরণে তারা রোহিঙ্গা বলে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
×