ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যবিপ্রবির সাত শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ০৪:০৪, ৮ অক্টোবর ২০১৭

যবিপ্রবির সাত শিক্ষার্থী বহিষ্কার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গত ৫ অক্টোবর মধ্যরাতে অপ্রীতিকর ঘটনায় জড়িত ৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সম্মেলন কক্ষে রিজেন্ট বোর্ডের জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী এস এম শামীম হাসান ও বিপ্লব কুমার দে (শান্ত), পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী তানভির ফয়সাল, শারীরিক শিক্ষক ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্র্থী আল মামুন সিমন ও মাসুদুর রহমান রনি এবং পেট্রোলিয়াম এ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তানভির আহমেদ তানিন ও আশিক খন্দকার। শ্রীপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীসহ নিহত ২ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে শিয়ালের জন্য নিজের পাতা ফাঁদে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শনিবার এক পোল্ট্রি ব্যবসায়ী নিহত হয়েছে। তার নাম আব্দুস ছালাম (৫০)। তিনি শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের বাউনী গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে। এছাড়া একই উপজেলায় বিদ্যুতস্পৃষ্টের অপর ঘটনায় এক কৃষক মারা গেছে। তার নাম কাওসার (৩৫)। সে গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামের চাঁন মিয়ার ছেলে।
×