ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাউফলে চাঁদা না পেয়ে ৬ দোকানে হামলা

প্রকাশিত: ০৪:০৪, ৮ অক্টোবর ২০১৭

বাউফলে চাঁদা না পেয়ে ৬ দোকানে হামলা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৭ অক্টোবর ॥ মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের চৌমোহনী বাজারে ফজলুল হক সিকদারের মার্কেটে সন্ত্রাসীরা ৬ দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। এ ঘটনার পর সন্ত্রাসীরা ওই সব দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই এলাকায় একদল চিহ্নিত সন্ত্রাসী ওই বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা ওই মার্কেটের বিধান দাস, নিতাই দাস, লক্ষ্মী কান্ত দাস, জলিল মাঝি ও জামালের দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। রায়পুরে বিতর্ক প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ৭ অক্টোবর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে দ্বিতীয় আন্তঃ স্কুল-মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা শনিবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে রায়পুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় দলকে হারিয়ে রায়পুর মার্চ্চেন্টস একাডেমি দল চ্যাম্পিয়ন হয়। রায়পুর ক্লাবের উদ্যোগে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ নোমান। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, এলএম পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের সভাপতি মোঃ শাহ্জাহান।
×