ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরশুরামে আওয়ামী লীগ নেতা সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশিত: ০৪:০৪, ৮ অক্টোবর ২০১৭

পরশুরামে আওয়ামী লীগ নেতা সড়ক দুর্ঘটনায় নিহত

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৭ অক্টোবর ॥ পরশুরাম আওয়ামী লীগের সহসভাপতি ইসতিয়াক মুজিব (৪৮) শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পুলিশ জানায়, দুপুরে তার গ্রামের বাড়ি পরশুরাম থেকে নিজের গাড়িতে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এতে গাড়ির চালকসহ তিন জন আহত হয়। গাড়ির যাত্রী ইসতিয়াক মুজিব ঘটনাস্থলে মারা যায়। জামালপুরে দুই যুবক নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনোয়ার হোসেন ও রতন মিয়া নামের দুই যুবক নিহত এবং তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের চালকসহ একটিতে দু’জন এবং অন্যটিতে তিনজন যাত্রী ছিল। তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। বেলা তিনটার দিকে বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর হাসেমপুর গ্রামের রাস্তায় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত ও আহতদের বাড়ি বাহাদুরাবাদ ইউনিয়নের মদনেরচর এবং খুটারচর গ্রামে। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৭ অক্টোবর ॥ বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে ইসামনি (৯) ও সোহানা (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের বাটামারা গ্রামে পুকুর ঘাটে পা পিছলে ওই দুই শিশুর মৃত্যু হয়।
×