ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘ভাল বীজ ব্যবহারে ধানের উৎপাদন ১০ ভাগ বাড়ানো সম্ভব’

প্রকাশিত: ০৪:০৩, ৮ অক্টোবর ২০১৭

‘ভাল বীজ ব্যবহারে ধানের উৎপাদন ১০ ভাগ বাড়ানো সম্ভব’

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ অক্টোবর ॥ ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মোঃ আনছার আলী বলেছেন, দেশে ধান বীজের মোট চাহিদার ৫০ ভাগ সরকারী ও বেসরকারী কোম্পানিগুলোর মাধ্যমে পূরণ হয়ে থাকে। অবশিষ্ট ৫০ ভাগ পূরণ হয় কৃষকের নিকট থাকা বীজ দিয়ে। তিনি আরও বলেন, সব ব্যবস্থাপনা (চাষ, সার, কীটনাশক, পানি ও পরিচর্যা) একই রকম রেখে শুধু ভাল বীজ ব্যবহারে ধানের উৎপাদন ১০ ভাগ বাড়ানো সম্ভব। কৃষকদের প্রশিক্ষিত ও সচেতন করে তুলতে পারলেই এ অর্জন সম্ভব বলে উল্লেখ করেন তিনি। শনিবার নওগাঁর মান্দায় কৃষক বীজ কেন্দ্র স্থাপন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। মান্দা উপজেলার কালীগ্রাম শাহ কৃষি তথ্য ও পাঠাগারের হলরুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) গাজীপুরের ফলিত গবেষণা বিভাগের আয়োজন ও টিআরবি প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রাজশাহীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রফিকুল ইসলাম, ব্রির ফলিত গবেষণা বিভাগের উর্ধতন বৈজ্ঞনিক কর্মকর্তা ড. বিশ্বজিৎ কর্মকার, রাজশাহীর উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশিদ, কৃষি অধিদফতর নওগাঁর উপপরিচালক মনোজিত কুমার মল্লিক, মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক, শাহ কৃষি তথ্য ও পাঠাগারের পরিচালক জাহাঙ্গীর আলম শাহ প্রমুখ।
×