ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিলিতে ভারতীয় দুই নাগরিক আটক

প্রকাশিত: ০৪:০২, ৮ অক্টোবর ২০১৭

হিলিতে ভারতীয় দুই নাগরিক আটক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের পর আবার দেশে ফিরে যাওয়ার সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত ৮টার দিকে হিলি সীমান্তের কামাল গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নওয়াবনগর গ্রামের গোপাল পালের ছেলে বিরেন পাল (৩২) এবং একই এলাকার চিন্তাহরণ দাসের ছেলে হরিশ দাস (৩৯)। বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব আলম জানান, শুক্রবার রাত ৮টার দিকে হিলি সীমান্তের কামাল গেট এলাকা দিয়ে ওই দুজন ভারতে যাওয়ার চেষ্টা করলে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। তারা দাবি করেছে, গত ২৭ সেপ্টেম্বর অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। পরে ঢাকায় তাদের আত্মীয়ের বাড়িতে পূজা দেখতে গিয়েছিল। শুক্রবার রাতে তারা একইপথ দিয়ে আবারও দেশে ফেরার চেষ্টা করছিল। লামায় মিয়ানমারের নাগরিক নিজস্ব সংবাদদাতা বান্দরবান থেকে জানান, লামা উপজেলায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হ্লাথোয়াইন মার্মা (৩৫) নামের এক মিয়ানমার নাগরিককে আটক করেছে সেনাবাহিনী। উপজেলার সরই ইউনিয়নের কম্পনিয়া এলাকার রেথোয়াইপাড়া থেকে তাকে আটক করা হয়। হ্লাথোয়াইন মার্মা মিয়ানমারের রাখাইন প্রদেশের চিথুই জেলার কেওযাকতো থানার খগডুক গ্রামের বাসিন্দা মংথেনু মার্মার ছেলে বলে পুলিশকে জানিয়েছে। শনিবার দুপুরে আটককৃতকে আদালতের মাধ্যমে বান্দরবান কারাগারে পাঠানো হয়েছে।
×