ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে নির্যাতনে চোরাকারবারির মৃত্যু ॥ অভিযোগ বিজিবির বিরুদ্ধে

প্রকাশিত: ০৪:০১, ৮ অক্টোবর ২০১৭

পঞ্চগড়ে নির্যাতনে চোরাকারবারির মৃত্যু ॥ অভিযোগ বিজিবির বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ বোদা উপজেলার বড়শশী সীমান্ত এলাকায় মাজম আলী (৪০) নামে এক গরু চোরাকারবারির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তার পরিবারের দাবি, বড়শশী বিওপির সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে বেদম মারপিট করে। সেখান থেকে বাড়ি নেয়ার পথে তার মৃত্যু হয়। তবে, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মিজানুর রহমান খানের দাবি বিজিবি সদস্যরা মাজম আলীকে আটক বা বিজিবির নির্যাতনে তার মৃত্যু হয়নি, চোরাপথে ভারতীয় গরু নিয়ে বাংলাদেশে আসার সময় বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার পর বাড়িতে তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধার পর বড়শশী সীমান্তে এ ঘটনা ঘটেছে। নিহত মাজম আলীর বাড়ি ওই ইউনিয়নের নুরপাড়া গ্রামে। তার বাবার নাম-মনছুর আলী। নিহতের ছোট ভাই সলেমান আলীর অভিযোগ, ‘বিজিবি সদস্যরা আমার বড় ভাইকে ধরে বড়শশী ক্যাম্পে নিয়ে মারপিট করে। পরে তার মুক্তিপণ হিসেবে একটি গরু দাবি করে বিজিবি সদস্যরা। আমি বিজিবিকে আমাদের নিজেদের একটি গরু দিয়ে ভাইকে কাঁধে করে নিয়ে আসার পথেই সে মারা যায়।’ বড়শশী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, ‘আমার সামনেই বিজিবি সদস্যরা তাকে মারপিট করে। আমি কাছে গিয়ে ইউপি সদস্য পরিচয় দিলে তারা আমাকে চলে যেতে বলে। আমি দেখেছি, মাজম বিজিবি সদস্যদের পা জড়িয়ে ধরেছিল। তবুও তারা তাকে মারপিট করছিল।
×