ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গত সপ্তাহে লেনদেন বেড়েছে ৬.৫৮ শতাংশ

প্রকাশিত: ০৩:৩০, ৮ অক্টোবর ২০১৭

গত সপ্তাহে লেনদেন বেড়েছে ৬.৫৮ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন বৃদ্ধির পরিমাণ ছিল ৬ দশমিক ৫৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩ হাজার ৬৭০ কোটি ৮ লাখ টাকার শেয়ার। যা এর আগের সপ্তাহে ছিল ৩ হাজার ৪৪৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ২২৬ কোটি টাকা বা ৬.৫৮ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৮ দশমিক ২৪ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৩ দশমিক ৫৩ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬ দশমিক ৯৫ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ২৮ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ১ দশমিক ৮০ শতাংশ বা ১০৯.৪৭ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে ১ দশমিক ০৯ শতাংশ বা ২৩.৮২ পয়েন্ট। অপরদিকে, শরিয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ৩০ শতাংশ বা ৪.০৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টি কোম্পানির। আর দর কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : এক্সিম ব্যাংক, আমরা নেটওয়ার্ক, ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, উত্তরা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ঢাকা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : সোনার বাংলা ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি, তাকাফুল ইন্স্যুরেন্স, বিজিআইসি, ঢাকা জেনারেল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স ও ব্যাংক এশিয়া। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : নর্দার্ন জুট, ইমাম বাটন, হাক্কানী পাল্প, মডার্ন ডাইং, মিরাকল ইন্ড্রাস্টিজ, দুলামিয়া কটন ও সামাতা লেদার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২০৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক বেড়েছে ২ দশমিক ১৯ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টি কোম্পানির। আর দর কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
×