ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিবেদিত মঞ্চকর্মী স্মরণ সাহা

প্রকাশিত: ০৩:২৬, ৮ অক্টোবর ২০১৭

নিবেদিত মঞ্চকর্মী স্মরণ সাহা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের মঞ্চ নাটকের নন্দিত একজন অভিনয়শিল্পী, নাট্যকর্মী ও সংগঠক স্মরণ সাহা। সাভারের জাগরণী থিয়েটারের সাধারণ সম্পাদক স্মরণ সাহার সাম্প্রতিক সময়ে মঞ্চেই ব্যস্ত সময় পার করছেন। টিভি ও চলচ্চিত্রেও মাঝে মধ্যে অভিনয় করেন। তবে সব সময় মঞ্চে তার ধ্যান জ্ঞান। সেখানেই কাজ করতে ভালবাসেন। সাম্প্রতিক সময়ে নিজ নাট্যসংগঠনের অন্যতম প্রযোজনা ‘রাজার চিঠি’ নাটকে স্মরণ সাহা মূল ভূমিকায় অভিনয় করেছেন। মাহফুজা হেলালী রচিত এবং দেবাশীষ ঘোষ নির্দেশিত ‘রাজার চিঠি’ নাটকে হরিদাস বসাকের চরিত্রে স্মরণ সাহার অভিনয় দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। ‘রাজার চিঠি’ নাটকের গল্প ঐতিহাসিক সত্য ঘটনায় আবর্তিত। জানা যায় ১৯৩৯ সালে শাহজাদপুরের হরিদাস বসাকের একটি চিঠির উত্তরে চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এ সময় হরিদাস বসাককে সবাই সমীহ করতে শুরু করে। ১৯৪৭ সালের দেশ বিভাগের চিত্র এবং হরিদাস বসাকের মাতৃভূমি আঁকড়ে থাকা দেখা যায়। নাটকে রবীন্দ্রনাথের স্মৃতি নিয়ে হরিদাস বসাকের আকুতি এবং দেশের প্রতি, দেশের মাটির প্রতি তার যে মায়া তা অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরে চরিত্রের সঙ্গে অনেকটাই মিশে গেছেন স্মরণ সাহা। নাটকটি ওপার বাংলা সফর করেছেন স্মরণ সাহা। সেখানেও তার করা চরিত্রটি প্রশংসিত হয়েছে। ‘রাজার চিঠি’ নাটক ছাড়াও অভিনেতা হিসেবে ‘চিত্ত বিনিময়’ নাটকে নীলমনি, ‘বুদ্ধু’ নাটকে হাজী, ‘কেনারাম বেচারাম’ নাটকে নগেন চরিত্রে অভিনয় করেছেন স্মরণ সাহা। এছাড়া ‘ছুটি’, ‘বিসর্জন’, ‘রাজা ওয়াদিপাউস’, ‘ওরা কদম আলী’, ‘গিট্টু’, ‘বিচ্ছু’, ‘চক্র’, ‘নৈশভোজ’, ‘নাগর আলীর কিচ্ছা’, ‘রাজা হিমাদ্রি’সহ অসংখ্য নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভার আলো ছড়িয়েছেন স্মরণ সাহা। মঞ্চের পাশাপাশি টেলিভিশন নাটকেও নিয়মিত স্মরণা সাহা। এর মধ্যে গত ঈদে এশিয়ান টিভিতে প্রচার হয় এস এ হক অলীকের পরিচালনায় নাটক ‘হঠাৎ প্রেম অনেক ভালবাসা’ একুশে টিভিতে এস এ হক অলীকের ‘সেটেল ম্যারেজ উইথ লাভ ম্যারেজ’ প্রচার হয়। বর্তমানে এস এ হক অলীকের রচনা ও পরিচালনায় ‘হসপিটাল’ ধারাবাহিক নাটকের শূটিং চলছে। নাটকটি শীঘ্রই মাছরাঙা টিভিতে প্রচার হবে। এছাড়া এ মাসে বাংলাভিশন ও আর টিভির দুটি ধারাবাহিক নাটকে শূটিং শুরু করবেন তিনি। নন্দিত অভিনয় শিল্পী স্মরণ সাহার জন্ম ফরিদপুরের মামা বাড়িতে। সেখানেই বেড়ে ওঠেন। বর্তমানে সাভারে বসবাস করছেন। স্মরণ সাহা অভিনয় জগতে পা রাখেন ছোটবেলায়। চতুর্থ শ্রেণীতে পড়াকালীন সূর্যসাথী খেলাঘর আসর ফরিদপুর শাখার আয়োজনে সুকুমার রায়ের রচনা এবং অমিতাভ বসুর নির্দেশনায় ‘অবাক জলপান’ নাটকে প্রথম অভিনয় করেন। তাকে উদ্বুদ্ধ করেন স্বর্গীয় তপন বোস। নাট্যগুরু মোস্তাফিজুর রহমান আজাদের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ ও ‘মুক্তধারা’, মনোজ মিত্রের ‘কেনারাম বেচারাম’, ‘গিট্টু বিচ্ছু চক্র’, ‘নৈশভোজ’, ‘মড়া’ নাটকে অভিনয় করেন। ১৯৯৯ সালে দৃষ্টিপাত নাট্যসম্প্রদায়ের হয়ে ম আ সালামের রচনা ও নির্দেশনায় ‘নাগর আলীর কিচ্ছা’ এবং সাম্প্রতিক সময়ে খন্দকার তাজমী নূর নির্দেশিত ‘রাজা হিমাদ্রি’ নাটকে অভিনয় করেন। এরপর নিজ ভিটা সাভারের ১৯৯৫ জাগরণী থিয়েটারের সঙ্গে যুক্ত হন। মঞ্চের পাশাপাশি টিভি নাটকেও সমানতালে অভিনয় করছেন। তবে মঞ্চের সঙ্গে যুক্ত থাকতে চান আজীবন।
×