ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এনামুল হক

প্রথম স্থানে নারীরা ॥ বদলে দিচ্ছে দুনিয়াকে

প্রকাশিত: ০৩:১৫, ৮ অক্টোবর ২০১৭

প্রথম স্থানে নারীরা ॥ বদলে দিচ্ছে দুনিয়াকে

একদা নারীরা গৃহকোণে আবদ্ধ থাকত। তাদের কাজ ছিল সব সংসার সামলানো। এখন দিন বদলেছে। নারীরা সংসারের গন্ডি অতিক্রম করে বাইরের বৃতত্তর জগতে প্রবেশ করেছে। পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে সব পেশায় নিয়োজিত হয়েছে। নিজেদের মেধা, প্রতিভা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখে অনেক ক্ষেত্রে তারা পুরুষদেরও ছাড়িয়ে যাচ্ছে। শুধু তাই নয়, নারীরা এখন দেশ ও সমাজকে নেতৃত্ব দিচ্ছে। বিজ্ঞান সাধনায় অগ্রণী ভূমিকা রাখছে। সাগর তলদেশে কোন অভিযান চালাচ্ছে তেমনি আবার মহাশূন্যেও পাড়ি জমাচ্ছে। ক্রীড়াঙ্গনেও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। নারীরা আজ অনেক ক্ষেত্রেই প্রথম স্থানে রয়েছে। নারী শক্তির এই বিস্ময়কর বিকাশ সমাজে অফুরন্ত সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তারা বিশ্বকে বদলে দিচ্ছে। রাষ্ট্রনায়ক দিয়েই শুরু করা যাক। জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর এ্যাঞ্জেলা মার্কেলের নেতৃত্বে জার্মানি আজ ইউরোপের পরাক্রান্ত অর্থনৈতিক শক্তি। ইউরোপীয় ইউনিয়নের অপ্রতিদ্বন্দ্বী নেতা হাছন মার্কেল। টানা তিনটি মেয়াদের দায়িত্ব পালন করে তিনি এখন চতুর্থবারের মতো চ্যান্সেলর নির্বাচিত হতে যাচ্ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ফরবিসের তালিকায় বিশ্বের অন্যতম ক্ষমতাধর মহিলা। তাঁর সফল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত। উন্নয়নশীল বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। মেডেলিন অলব্রাইট হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষায় মহিলারা যারা আলোয় প্রদীপ্ত হয়ে ওঠে এবং অন্য মহিলাদেরও আলোকিত করে তোলে স্বর্গে তাদের জন্য বিশেষ স্থান আছে। হিলারি ক্লিনটন প্রথম নারী যিনি প্রেসিডেন্ট পদে প্রধান একটি দলের মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন। তাঁর মতে যে কোন এ্যাডভেঞ্জার বা অর্জনের ক্ষেত্রে প্রথম হওয়া একটি বাড়তি চাপ সৃষ্টি করে। নিকি হ্যালি প্রথম ভারতীয় আমেরিকান নারী যিনি আমেরিকার একটি অঙ্গরাজ্যের গবর্নর নির্বাচিত হয়েছিলেন। সিলভিয়া আর্থ প্রথম নারী যিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক এ্যান্ড এটমোসফেরিক এডমিনিস্ট্রেশনের প্রধান বিজ্ঞানী হয়েছেন। আবিথা ফ্রাঙ্কলিন প্রথম নারী যাকে ‘রক এক রোল হল অব ফেম’-এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গায়িকা বলেন আমি কখনও ভাবিনি আমার গান মহিলাদের জাতীয় সঙ্গীতে পরিণত হবে। মায়ি ক্যাবল জেমিসন প্রকৌশলী, পদার্থবিজ্ঞানী ও নাসার নভোচারী। তিনিই এখন আফ্রিকান-আমেরিকান যিনি শাটল এনডেভারে করে মহাশূন্যে পাড়ি জমিয়েছিলেন। অপরা উইশাস্ত্র প্রথম মহিলা যিনি তার নিজের টক শো প্রযোজনা করেছেন এবং সেটির মালিকানা লাভ করেছেন। ন্যান্সি পেলোসি মার্কিন প্রতিনিধি পরিষদের প্রথম মহিলা স্পীকার। যখন তিনি এই পদে প্রতিদ্বন্দ্বিতায় নামেন অনেকে পরিহাস করে নানা কথা বলেছিল। ক্যাথারিন সুলিভান মহাকাশে পদচারণাকারী প্রথম আমেরিকান নারী। তিনি অবশ্য বলেন, এক্ষেত্রে প্রথম নারী হওয়া তার কাছে আলাদা কোন ব্যাপার নয়। মেলিন্ডা গেটস প্রথম নারী যিনি সমাজকল্যাণে ৪ হাজার কোটি ডলারেরও বেশি ব্যয় করেছেন। তিনি বলেন মেয়েরা অর্থনৈতিক কর্মকা-ে অংশ নিলে তাদের দেশের চেহারা পাল্টে যাবে। তাদের সেই সম্ভাবনাময় ক্ষমতা উন্মোচন করতে হবে। সেলেনা গোমেজ মার্কিন সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী। তিনিই প্রথম নারী যিনি ইনস্টাগ্রামে ১০ কোটি ভক্ত-অনুরাগীর কাছে পৌঁছেছেন। এ্যান ডানউডি প্রথম নারী যিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে চার তারকা জেনারেল পদে উন্নীত হয়েছেন। আভা ডুবারনে প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান যিনি সেরা অস্কার ছবির জন্য মনোনীত একটি ছায়াছবি পরিচালনা করেছেন। মিশেল ফান প্রথম নারী যিনি একটা ওয়েব সিরিজ থেকে ৫০ কোটি ডলার মূল্যের কোম্পানি গড়ে তুলেছেন। আইলিন কলিন্স মহাকাশ খেয়াযান ডিসকভারির পাইলট ও প্রথম মহিলা কমান্ডার ছিলেন। বহিঃমহাশূন্যে তিনি ৩৮ দিন কাটিয়েছিলেন। জানেট ইয়েলেন আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রথম মহিলা চেয়ারম্যান। প্রেসিডেন্ট ক্লিনটন ১৯৯৪ সালে তাকে এই পদে নিয়োগ দেন। উরসুলা বার্নস ফরচুন ম্যাগাজিনের র‌্যাঙ্কিংয়ে স্থান পাওয়া ৫শ’ কোম্পানির মধ্যে একটি কোম্পানি পরিচালনাকারী প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা। তিনি বলেন, কর্মক্ষেত্রে লিঙ্গ ও বর্ণগত পার্থক্য থাকা একদিক দিয়ে ভাল এই অর্থে যে এই পার্থক্যকে শক্তি হিসেবে কাজে লাগানো যায়। লরি রবিনসন মার্কিন বিমানবাহিনীর জেনারেল যিনি নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড বা নোবাভসহ শীর্ষ স্তরের মার্কিন কমব্যাট কমান্ডের নেতৃত্ব দিচ্ছেন। শেরিল স্যান্ডবার্গ সোশ্যাল মিডিয়ার বিলিয়নিয়ার হওয়া প্রথম নারী ব্যবসায়ী। ২০১৩ সালে তিনি ফেসবুকের প্রধান অপারেটিং অফিসার হিসেবে যোগ দেন। লরেটা লিঞ্চ যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা এ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, মেধা থাকলে তার পুরস্কার না মিলে যায় না এবং নারী হওয়ার কারণে কোন রকমের সীমাবদ্ধতা নেই। প্যাট্রিসিয়া বাথই প্রথম লেসারফ্যাকো ক্যাটারাক্ট সার্জারি আবিষ্কার ও তা প্রয়োগ করে দেখিয়েছেন। রিটা মরিনো এমি, গ্র্যামি, অস্কার ও টনি পুরস্কার বিজয়ী প্রথম ল্যাটিনা। তার সমাজে তিনি একজন পথিকৃৎ ও রোল মডেলের ভূমিকায় আবির্ভূত। গেইশা উইলিয়ামস ফরচুন ম্যাগাজিনের র‌্যাঙ্কিংভুক্ত ৫০০ কোম্পানির একটির প্রথম ল্যাটিনা সিইও। ২০১৭ সালের মার্চ থেকে তিনি প্যাসিফিক গ্যাস ও ইলেকট্রিক কোম্পানির (পিজিএ্যান্ডই) এই পদে আছেন। ম্যাজি হিরোনো মার্কিন সিনেটের সদস্য হিসেবে নির্বাচিত প্রথম এশীয় আমেরিকান নারী, ডেমোক্র্যাটদলীয় ম্যাজি হিরোনো এর আগে হাওয়াইয়ের প্রতিনিধি পরিষদ সদস্য এবং সেখানকার লেফটেনেন্ট গবর্নরও ছিলেন। কার্লা হেইডেন কংগ্রেসের লাইব্রেরিয়ান হওয়া প্রথম মহিলা এবং একই সঙ্গে প্রথম আফ্রিকান-আমেরিকান। তিনি বলেন, যে চারটি পেশা বিশেষভাবে মহিলাদের পেশা গ্রন্থাগারিক তার একটি লাইব্রেরির ৮৫ শতাংশ কর্মী হলেন মহিলা। তবে পুরুষরা অধিকাংশ ডিরেক্টর ও ম্যানেজমেন্ট পদে থাকে। ম্যারি বারা প্রথম মহিলা যিনি একটা বড় গাড়ি কোম্পানির সিইও হয়েছেন। কোম্পানিটি জেনারেল মোটরস। তিনি একই সঙ্গে কোম্পানির চেয়ারম্যানও বটে। রীতা ডোভ আমেরিকার পথম কৃষ্ণাঙ্গ রাজকবির মর্যাদা লাভ করেছেন। তিনি বলেন, তরুণ বয়সেই তার রচিত কাব্যগুলোকে তুচ্ছ জ্ঞান করা হতো। এর মধ্যে নারী হিসেবে সূক্ষ্ম তাচ্ছিল্যভাবটা চাপা থাকত না। এসবের প্রতি তার জবাব ছিল ‘জাহান্নামে’ যাক। গ্যাবি ডগলাস একটি অলিম্পিক প্রতিযোগিতায় একই সঙ্গে একক ও দলগত চৌকস পারদর্শিতার জন্য স্বর্ণপদক অর্জনকারী প্রথম আমেরিকান জিমন্যাস্ট। রন্ধনশিল্পের নারীরাও পিছিয়ে নেই। এলিস ওয়াস্টার্ম প্রথম নারী তিনি অসাধারণ শেফ হিসেবে জেমস রিয়ার্ড পুরস্কার লাভ করেছেন। নিউইয়র্কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৫ জন শেফের মধ্যে একমাত্র তিনিই ছিলেন নারী। সেরেনা উইলিয়ামস প্রথম টেনিস খেলোয়াড় যিনি ওপেন সিঙ্গেলসে ২৩টি গ্র্যান্ড সø্যাম শিরোপা জয় করেছেন। সূত্র : টাইমস
×