ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বন্ধ হলো দুই বাল্যবিয়ে

প্রকাশিত: ০৩:১১, ৮ অক্টোবর ২০১৭

নীলফামারীতে বন্ধ হলো দুই বাল্যবিয়ে

স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ পৃথক দুই বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে পঞ্চম ও দশম শ্রেণীর দুই ছাত্রী। শনিবার ভোরে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের আটঘরিয়া গ্রামের ময়দারপাড়ায় আইনুল হক তার পঞ্চম শ্রেণীর ছাত্রী নিলুফা আক্তারের বিয়ে দিচ্ছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার ঘটনাস্থলে গেলে বরযাত্রী পালিয়ে যায়। এ সময় মেয়েটির বাবা মুচলেকা লিখে দিয়ে মেয়ের বাল্যবিয়ে বন্ধ করে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্র্যাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার বলেন, রাতে গিয়ে ৫ম শ্রেণীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। ছাত্রীটির পিতা বাল্যবিবাহ দেবে না মর্মে অঙ্গীকারনামা লিখে দেন। অপরদিকে শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের মনষাপাড়া গ্রামে কাপড় ব্যবসায়ী নুরুজ্জামান তার মেয়ে দশম শ্রেণীর ছাত্রী রিমা আক্তারের জোরপূর্বক বিয়ে দেয়ার চেষ্টা করে। বরযাত্রী এলে মেয়েটি এর প্রতিবাদ করে। পরে তার এক বান্ধবীর সহায়তায় রিমা ওসি বাবুল আকতারকে মোবাইল করে বিষয়টি জানায়। পুলিশ গেলে বরযাত্রী পালিয়ে যায়। এ সময় মেয়েটির বাবা ক্ষমা চেয়ে তার মেয়ের বাল্যবিয়ে দেবে না বলে মুচলেকা দেয়।
×