ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে শিশু অপহরণ ॥ পাঁচ লাখ টাকা দাবি

প্রকাশিত: ০৩:০৯, ৮ অক্টোবর ২০১৭

শ্রীনগরে শিশু অপহরণ ॥ পাঁচ লাখ টাকা দাবি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে এক ব্যবসায়ীর ৭ বছরের কন্যাশিশুকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। শুক্রবার রাত ২টার দিকে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের খাহ্রা গ্রামে এই অপহরণের ঘটনা ঘটে। অপহরণকারীরা রাতের আঁধারে কৌশলে ওই গ্রামের আসলাম হোসেন টিটুর বিল্ডিংয়ের ভেতরে ঢুকে তার ৭ বছরের কন্যা প্রভাতীকে অপহরণ করে। পরে মোবাইল ফোনে অপহরণকারীরা টিটুর কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আসলাম হোসেন টিটু ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে প্রতিদিনের মতো তার তিন কন্যাসন্তান একটি রুমে ঘুমিয়েছিল। রাত দুটার দিকে তার বড় মেয়ে চিৎকার করে জানায় মেজ মেয়ে প্রভাতীকে পাওয়া যাচ্ছে না। এ সময় দুর্বৃত্তরা তাদের মোবাইল ফোন ৩টি নিয়ে গেছে। পরে অন্য মোবাইল দিয়ে টিটুর নম্বরে ফোন দিলে দুর্বৃত্তরা জানায় প্রভাতীকে অপহরণ করা হয়েছে। তাকে পেতে হলে শনিবার সকাল দশটার মধ্যে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় এসে ৫ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এরপর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যায়। শনিবার সকাল দশটার দিকে অপহরণকারীরা ফোন করে জানায় তারা এখন ঢাকার গাবতলী অবস্থান করছে। দ্রুত মুক্তিপণের টাকা পরিশোধ করে প্রভাতীকে নিয়ে যেতে বলে।
×