ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘরের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মা-ছেলের মৃত্যু

প্রকাশিত: ০৩:০৭, ৮ অক্টোবর ২০১৭

ঘরের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মা-ছেলের মৃত্যু

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ দীঘিনালা উপজেলার বেতছড়ি বিভূতিরঞ্জন কার্বারীপাড়ায় বিদ্যুতের তার ঘরের চালের ওপর পড়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মা ও ছেলে নিহত এবং পরিবারের অপর তিনজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলো- কালামিলে চাকমা (৫৫) ও তার ছেলে সত্য জীবন চাকমা (২৬)। ঘটনায় গুরুতর আহত পরিবারের অপর ৩ সদস্যের মধ্যে রয়েছে স্বামী জ্যোতি রঞ্জন চাকমা (৬০), তার মেয়ে এন্টি চাকমা (১৮) ও ছোট মেয়ে মিল্কি চাকমা (১৬)। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসু উদ্দিন ভূঁইয়া জানান, শুক্রবার রাত ১২টার দিকে ব্যাপক বৃষ্টি ও বজ্রপাতের সময় হঠাৎ বিকট শব্দে ৩৩ কেভির একটি বিদ্যুতের তার নিহত কালামিলে চাকমার বাড়িতে ছিঁড়ে পড়ে। এ সময় তারা এটা দেখতে গেলে এ দূর্ঘটনা হয় । স্থানীয় এলাকাবাসী নিহত ও আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ পার্বন চাকমা জানান, হাসপাতালে আনার পথে মা ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। অপরদিকে জেলার মহালছড়ি উপজেলায় জসিমউদ্দীন (৩৫) নামে একব্যক্তি নিজ বাড়িতে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ হারিয়েছে ।
×