ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কণ্ঠশিল্পী মিলার মামলায় স্বামী কারাগারে

প্রকাশিত: ০৮:৩৫, ৭ অক্টোবর ২০১৭

কণ্ঠশিল্পী মিলার মামলায় স্বামী কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে মামলা করেছেন কণ্ঠশিল্পী মিলা ইসলাম। সেই মামলায় এই সঙ্গীতশিল্পীর গ্রেফতারকৃত স্বামী পারভেজ সানজারিকে কারাগারে পাঠিয়েছে ঢাকার আদালত। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় শুক্রবার উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক মাহমুদুল হাসান রিমান্ডের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে বাদীর আইনজীবী ফাহমিদা আক্তার রিংকি জানিয়েছেন। নির্যাতন ও যৌতুকের অভিযোগ এনে বৃহস্পতিবার মিলা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ১১ (খ) ধারায় মামলা করেন। বৃহস্পতিবার রাতেই তার স্বামীকে গ্রেফতার করা হয়। উত্তরা পশ্চিম থানার এস আই আমিনুল ইসলাম পারভেজকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, মিলাকে তার স্বামী মারধর করে হাত ভেঙ্গে দেয়। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। মিলার দায়ের করা মামলায় বলা হয়, বিয়ের পর পর্যায়ক্রমে কয়েকবার এ ধরনের মারধরের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ৩ অক্টোবর তাকে মারধর করা হয়। এর আগে তার স্বামী পাঁচ লাখ টাকা যৌতুক নিয়েছেন। আরও দশ লাখ টাকা দাবি করেছেন। টাকা না পেয়ে স্বামী তাকে মারধর করেছেন। একটি বেসরকারী এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সঙ্গে দীর্ঘদিন ধরে মিলার প্রেমের সম্পর্ক ছিল। গত ১২ মে রাতে মিলার বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়।
×