ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিচার বিভাগের ভাবমূর্তি নস্যাত করছে সরকার ॥ মওদুদ

প্রকাশিত: ০৮:৩১, ৭ অক্টোবর ২০১৭

বিচার বিভাগের ভাবমূর্তি নস্যাত করছে সরকার ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার বেহাল অবস্থা করে দিয়ে সরকার বিচার বিভাগের ভাবমূর্তি নস্যাত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট’ নামক একটি সংগঠন আয়োজিত ‘চলমান সঙ্কটের সমাধান কোন পথে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। দেশে গণতন্ত্র নেই মন্তব্য করে মওদুদ বলেন, শুধু বক্তব্য ও বিবৃতিতে গণতন্ত্র আছে। প্রধান বিচারপতির ছুটি প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনা নজিরবিহীন। দেশের স্বাধীনতা একক নেতৃত্বে হয়নি, এ কথা বলাতেই প্রধান বিচারপতির ওপর এত ক্ষোভ সরকারের। ন্যায় বিচারের প্রতীক, বিচার বিভাগের স্বাধীনতার প্রতিনিধিত্বকারী দেশের প্রধান বিচারপতির সঙ্গে সরকার যে আচরণ করেছে তাতে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণœ হয়েছে। প্রধান বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের অযৌক্তিকতা তুলে ধরে মওদুদ বলেন, গুটি কয়েক মানুষ ছাড়া দেশের স্বাধীনতার জন্য সবাই ত্যাগ স্বীকার করেছেন। দেশের সকল শ্রেণী-পেশার মানুষ স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছেন। তিনি বলেন, সরকারের দুর্বলতার কারণেই এখনও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ চলছে। এ পরিস্থিতিতে সরকার কূটনৈতিকভাবে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রধান বিচারপতি সরকারের ক্ষোভের শিকার-রিজভী ॥ প্রধান বিচারপতি এস কে সিনহা সরকারের ক্রোধ আর ক্ষোভের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নিখোঁজ কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানের সন্ধানের দাবিতে কল্যাণ পার্টি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ৭১’র চেতনা কি এই ছিল যে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই গুম, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যার শিকার হতে হবে? তিনি বলেন, টেলিভিশন ও প্রিন্ট মিডিয়াকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু তথ্য-প্রযুক্তির উন্নয়নের ফলে অনেক গণমাধ্যম আছে যেখানে নিয়ন্ত্রণ করা যায় না। প্রধান বিচারপতিকে ধমক দিচ্ছে কারা, তারা কোন সংস্থার লোক, কোন সংস্থার কর্মকর্তা তা জনগণ জানে।
×