ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ০৮:২৫, ৭ অক্টোবর ২০১৭

আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার ॥ দেশের আইটি প্রতিষ্ঠানগুলোর মধ্যম স্তরের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের জন্য বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্টে (আইবিএ) ‘এ্যাডভান্সড সার্টিফিকেশন ফর ম্যানেজমেন্ট প্রফেশনালস (এসিএমপি)’ প্রোগ্রাম আইবিএ মিলনায়তনে শুরু হয়েছে। প্রোগ্রামের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আখতারুজ্জামান। লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট এ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম, আইবিএর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এমডিপি) চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ মোরশেদ জাহান, এলআইসিটি প্রকল্প ব্যবস্থাপনা পরিচালক সরকার আবুল কালাম আজাদ ও কমিউনিকেশন স্পেশালিস্ট অজিত কুমার সরকার, বিবিএর অধ্যাপক ড. রিদওয়ানুল হক, পরামর্শক প্রতিষ্ঠান আর্নস্ট এ্যান্ড ইয়ংয়ের (ইওয়াই) বিজনেস এ্যাডভাইজারি সার্ভিসের প্রকল্প পরিচালক বিদ্যুৎ ঠাকুর উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিএর পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ। দেশের আইটি প্রতিষ্ঠানের ৫শ’রও বেশি মধ্যম স্তরের কর্মকর্তাকে এ প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ দেয়া হবে। পরবর্তীতে আইবিএ গার্মেন্টসসহ অন্যান্য খাতের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নেও এসিএমপি প্রোগ্রাম অব্যাহত রাখবে।
×