ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রথমদিনেই ৩ উইকেটে ৪২৮ রান দক্ষিণ আফ্রিকার

ব্লুমফন্টেইনেও একই অবস্থা বাংলাদেশের

প্রকাশিত: ০৮:১৫, ৭ অক্টোবর ২০১৭

ব্লুমফন্টেইনেও একই অবস্থা বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ পোচেফস্ট্রুম টেস্টে যে দুর্দশাগ্রস্ত চিত্র দেখা গেছে। ব্লুমফন্টেইন টেস্টেও একই চিত্র দেখা যাচ্ছে। বিপত্তির মধ্যেই পড়ে গেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা প্রথম ইনিংসেই বিশাল রান গড়ে ফেলছেন। সেই রানের পাহাড়ে চাপা পড়ছে বাংলাদেশ। প্রথমদিনেই ৩ উইকেট হারিয়ে ৪২৮ রান করে ফেলেছে প্রোটিয়ারা। আজ দ্বিতীয় দিনে হাশিম আমলা (৮৯*) ও ফাফ ডু প্লেসিস (৬২*) ব্যাট হাতে নামবেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ডিন এলগার ও এইডেন মার্করাম মিলে ১৯৬ রানের জুটি গড়ে ফেলেছিলেন। দ্বিতীয় টেস্টে দুইজন মিলে ২৪৩ রানের জুটি গড়েন। দুইজনই আবার সেঞ্চুরি করেন। এলগার দশম ও মার্করাম ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজে প্রথম সেঞ্চুরি তুলে নেন। এ দুইজন যেভাবে ব্যাটিং করেন, তাতেই বোঝা হয়ে যায়; পোচেফস্ট্রুম টেস্টে ৩৩৩ রানে হারের পর ব্লুমফন্টেইন টেস্টেও বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এলগার শেষপর্যন্ত ১১৩ রান করে আউট হন। আর মার্করাম করেন ১৪৩ রান। এ দুইজন আউটের পর রানের চাকায় একটু গতি হারায়। তবে ২৮৮ রানে ৩ উইকেট হারানোর পর আমলা ও প্লেসিস মিলে দলকে ৪০০ রানের উর্ধে নিয়ে যান। দুইজন মিলে ১৪০ রানের জুটি গড়েন। শেষপর্যন্ত প্রথমদিনেই ৪২৮ রান করে ফেলায়, রান যে অনেক মজবুত হতে চলেছে, তা বোঝাই যাচ্ছে। আর এই রানের বিপরীতে বাংলাদেশও যদি প্রথম ইনিংসে খারাপ করে বসে, তাহলে বিপদেই পড়ে যাবে মুশফিকবাহিনী। প্রথম টেস্টে টস জিতে আগে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নেন মুশফিক। সিদ্ধান্ত বুমেরাং হয়। দ্বিতীয় টেস্টেও একই সিদ্ধান্ত নেন। তবে এবার সিদ্ধান্তটি মুশফিকের সঠিকই ছিল। উইকেটের ঘাস বাদামী। গতি আর বাউন্স শুরু থেকেই মিলবে। তাতে করে মুস্তাফিজ, তাসকিনের পরিবর্তে নামা শুভাশিষ ও শফিউলের পরিবর্তে নামা রুবেল ত্রাস তৈরি করতে পারেন। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস যদি ধসে দেয়া যায়, তাহলে ভাল ফলও মিলতে পারে। কিন্তু বোলাররা শুরুতে কিছুই করতে পারেননি। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস বলেছেন, ‘যদি প্রথম সেশনটি খেলে দেয়া যায়, তাহলে স্কোরবোর্ডে রান জমা করা সহজ।’ তাই হয়েছে। এলগার ও মার্করাম মিলে শুধু প্রথম সেশনটিই খেলে দিলেন না, দ্বিতীয় সেশনের শেষপর্যন্ত টিকে থাকলেন। শুভাশিষ রায় শেষপর্যন্ত নিজেকে মেলে ধরতে সক্ষম হলেন। যখন এলগার ও মার্করাম জুটি ২৪৩ রানে যায়, তখনই শুভাশিষ এলগারকে আউট করে দেন। তখন যেন হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশ। অনেক চেষ্টার পরও যে কোন উইকেট শিকার করা যাচ্ছিল না। অবশেষে গেল। সেই সঙ্গে পেসাররা যেন আরও দ্যুতি ছড়ানোর জন্য প্রস্তুত হয়ে পড়লেন। দ্বিতীয় সেশনের পর মুহূর্তেই মার্করামকে রুবেল ও বাভুমাকে শুভাশিষ সাজঘরে ফেরান। ততক্ষণে অবশ্য তিন শ’ রানের কাছাকাছি চলে যায় দক্ষিণ আফ্রিকা। ২৪৩ রানে প্রথম উইকেট পড়ার পর ৪৫ রানেই প্রথম তিন উইকেটের পতন ঘটে। উইকেট পড়ার আশা করা হচ্ছিল। একটি উইকেট পড়তেই আরও ২টি উইকেট ফেলা যায়। কিন্তু তাতেও কী আর শান্তি মিলে? প্রথম টেস্টের প্রথমদিনে ১ উইকেট হারিয়ে ২৯৮ রান করে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টের প্রথমদিনে ৩ উইকেট গেছে ঠিক, কিন্তু ৪২৮ রান যে করে ফেলেছে প্রোটিয়ারা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৯৬ রান করে ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। এবার নিশ্চয়ই এরচেয়েও বেশি রান করে ইনিংস ঘোষণার চেষ্টা করবে প্রোটিয়ারা। এরপর বাংলাদেশ ব্যাটসম্যানদের দ্রুতই আউট করার চেষ্টা করবে। ব্লুমফন্টেইনের ম্যাংগাউং ওভালে দক্ষিণ আফ্রিকা কখনই টেস্টে হারেনি। এ স্টেডিয়ামে প্রথম ইনিংসে গড়ে ৩৭০ রান হয়। তবে দ্বিতীয় ইনিংসেও গড়ে ৩৪০ রান হয়। বাংলাদেশ এখন নিজেদের প্রথম ইনিংসে ভাল ব্যাটিং করতে পারলেই হয়। যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে প্রথম টেস্টের মতো দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণার জন্যই অপেক্ষায় থাকতে হবে। আর যদি অলআউট করা যায়, তাহলেতো দুর্দান্ত। কিন্তু যেটিই হোক, বাংলাদেশকে প্রথম ইনিংসে ভাল ব্যাটিং করে দেখাতে হবে। তা না হলে ম্যাচের চতুর্থ ইনিংসে যে বাংলাদেশ ব্যাটিং করবে, সেখানেই ইতিহাস বিপত্তির গন্ধ ছড়িয়ে রেখেছে! বিপদ ঘনিয়ে আসতে পারে। ব্লুমফন্টেইনে ম্যাচের তৃতীয় ইনিংসেও গড়ে ২৩৭ রান হয়। যে ইনিংসে ব্যাটিং করবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু চতুর্থ ইনিংসে বাংলাদেশ যে ব্যাটিং করবে, সেই ইনিংসেতো গড়ে ৭৮ রানের বেশি হয় না! তাই ম্যাচ থেকে ভাল ফল যদি বের করতে হয়, তাহলে প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটসম্যানদের দুর্দান্ত নৈপুণ্য দেখাতে হবে। তা না হলে ব্লুমফন্টেইন টেস্টের প্রথমদিনেই যে দুর্দশায় পড়েছে বাংলাদেশ, সেখানেই আটকে থাকবে। স্কোর ॥ প্রথমদিন শেষে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৪২৮/৩; ৯০ ওভার; মার্করাম ১৪৩, এলগার ১১৩, আমলা ৮৯*, প্লেসিস ৬২*; শুভাশিষ ২/৮৫)।
×