ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ

চট্টগ্রামে হেফাজতের সমাবেশে হাতাহাতি, দুই সাংবাদিক লাঞ্ছিত

প্রকাশিত: ০৫:২৭, ৭ অক্টোবর ২০১৭

চট্টগ্রামে হেফাজতের সমাবেশে হাতাহাতি, দুই সাংবাদিক লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের বর্বরোচিতভাবে হত্যা, নিধন, জ্বালাও-পোড়াও ও বিতাড়নের প্রতিবাদে শুক্রবার বিকেলে লালদীঘি ময়দানে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শোডাউন করেছে হেফাজতে ইসলাম। সমাবেশে সংগঠনের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে বক্তব্য দিতে না দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়, যা এক পর্যায়ে হাতাহাতি থেকে মারামারিতে পরিণত হয়। এ সময় ঘটনার চিত্র ক্যামেরাবন্দী করতে যান চ্যানেল-২৪-এর ক্যামেরাপার্সন সেলিম উল্ল্যা। হেফাজত কর্মীরা এ ঘটনা দেখে তার ওপর হামলে পড়ে। এ সময় তাকে মারধরসহ তার মাইক্রোফোন ছিনিয়ে নেয়া। তাকে উদ্ধার করতে যায় একই টেলিভিশনের সহকর্মী ও স্টাফ রিপোর্টার জোবাইর মঞ্জুর। হেফাজত কর্মীরা তাকেও মারধর করে। উল্লেখ্য, হেফাজত আহূত এই সমাবেশে সংগঠনের প্রায় ২০ জন নেতাকর্মী বক্তব্য দিলেও নায়েবে আমির মুফতি ইজাহারকে বক্তব্য প্রদানের সুযোগ দেয়া হয়নি। ফলে তার সমর্থক হেফাজত কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ অবস্থায় সংগঠনের আমির আল্লামা আহমদ শফি তড়িঘড়ি করে মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
×