ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:২৫, ৭ অক্টোবর ২০১৭

চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুদীপ্ত বিশ্বাস নগর ছাত্রলীগের সহসম্পাদক এবং দক্ষিণ নালাপাড়া এলাকার বাবুল বিশ্বাসের ছেলে। শুক্রবার সকালে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। এদিকে, আকবর শাহ থানার কৈবল্যধাম মন্দিরের কাছাকাছি এলাকায় ছুরিকাঘাতে জয় দাশ (২২) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। ছাত্রলীগ নেতার এ হত্যাকা-কে কেন্দ্র করে সংগঠনের বিক্ষুব্ধরা বাসে আগুন দিয়েছে এবং বিভিন্ন যানবাহন ভাংচুর করেছে। সদরঘাট থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে। সুদীপ্ত সরকারী সিটি কলেজ থেকে মাস্টার্স পাস করে বেরিয়েছিলেন। তবে কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিল। সংগঠনের ভেতরে গ্রুপিং এবং কোন্দলের বিষয়টি আগে থেকেই ছিল স্পষ্ট। সুদীপ্তর ফেসবুক ওয়ালে এ ধরনের অনেক বক্তব্যও ছিল। সুদীপ্ত বিশ্বাসের ফেসবুকের বিভিন্ন পোস্ট পর্যালোচনা করে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সিটি কলেজ ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় তিনি এ নিয়ে অনেক ক্ষোভ ছেড়েছেন। কটাক্ষমূলক বক্তব্যও ছিল। হত্যাকান্ডের পেছনে তার এ ধরনের অবস্থানও কাছ করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার। ছাত্রলীগের বিভিন্ন সূত্রে জানা যায়, সর্বশেষ ঘোষিত মহানগর ছাত্রলীগের কমিটিতে প্রথম দফায় তার স্থান হয়নি। এ নিয়ে তিনি নতুন কমিটির বিরোধিতা করেছিলেন। তিনি ছিলেন পদবঞ্চিত বিদ্রোহী অংশেরই একজন। পরে অবশ্যই তাকে সহসম্পাদক পদ দেয়া হয়। সুদীপ্ত বিশ্বাস চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। সুদীপ্ত বিশ্বাসের পরিবার সূত্রে জানা যায়, সুদীপ্ত সকালে বাসায় ঘুমাচ্ছিলেন। সকাল ৮টার দিকে কিছু যুবক এসে তাকে ডেকে নিয়ে যায়। তারা কয়েকটি অটোরিক্সাযোগে এসেছিল। পরে তাকে ঘরের বাইরে খালি গায়ে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যাকা-ের প্রতিক্রিয়ায় সংগঠন বিক্ষুব্ধরা দুপুরে নগরীর নিউমার্কেট এলাকায় একটি বাসে আগুন দিয়েছে এবং বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেছে। পরে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ছুরিকাঘাতে যুবক হত্যা ॥ চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার কৈবল্যধাম মন্দিরসংলগ্ন এয়াকায় শুক্রবার বেলা ১১টার দিকে ছুরিকাঘাতে খুন হয়েছে এক যুবক। জয় দাশ (২২) নামের এ যুবক ওই এলাকার সুবক দাশের ছেলে। কি কারণে কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে হাসপাতালে যারা ভর্তি করিয়েছে তারা জানিয়েছে, কয়েকজন যুবক তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেছিল। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
×