ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে ফিরলেন স্পীকার শিরীন শারমিন

প্রকাশিত: ০৫:১৪, ৭ অক্টোবর ২০১৭

দেশে ফিরলেন স্পীকার শিরীন শারমিন

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী দেশে ফিরেছেন। তিনি শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত ‘সার্ক স্পীকারর্স এ্যান্ড পার্লামেন্টারিয়ানস এ্যাসোসিয়েশনের’ অষ্টম সম্মেলনে যোগদান শেষে শুক্রবার দেশে ফেরেন। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পীকারকে স্বাগত জানান। গত ৪ থেকে ৬ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কলম্বো সফরকালে ড. শিরীন শারমিন চৌধুরী শ্রীলঙ্কার ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রীলঙ্কা সংসদের বিশেষ অধিবেশনে উপস্থিত থেকে সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি এ সময় স্মারক বইতেও স্বাক্ষর করেন। এছাড়াও স্পীকার সার্কভুক্ত দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত করেন। শ্রীলঙ্কা অবস্থানকালে স্পীকার সম্মেলনের উদ্বোধনীসহ বিভিন্ন প্লেনারি সেশনে বক্তব্য রাখেন। সম্মেলনে স্পীকার ৬ সদস্যের বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এমপি, বেগম সাগুফতা ইয়াসমিন এমপি, তালুকদার মোঃ ইউনুস এমপি, সৈয়দা সায়রা মহসীন এমপি ও জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার।
×