ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এমওইউ স্বাক্ষর

কাল ঢাকায় আসছেন রাশিয়ার প্রধান বিচারপতি

প্রকাশিত: ০৫:১৩, ৭ অক্টোবর ২০১৭

কাল ঢাকায় আসছেন রাশিয়ার প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার ॥ বিচারকদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে রাশিয়ার সুপ্রীমকোর্টের সঙ্গে সমঝোতা স্বারক (এমওইউ) স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশের সুপ্রীমকোর্ট। এই সমঝোতার আওতায় আগামী পাঁচ বছরে দেশের উচ্চ আদালত ও অধস্তন আদালতের প্রায় ১ হাজার ৭০০ বিচারককে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হবে। এ ছাড়াও উভয় দেশের বিচারকদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিচার বিভাগকে আরও গতিশীল করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হবে। সমঝোতা স্বারক স্বাক্ষরের জন্য রবিবার রাশিয়ার প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছেন। আগামী ৯ অক্টোবর সোমবার সুপ্রীমকোর্টের জাজেস লাউঞ্জে এই এমওইউ সই হবে। সুপ্রীমকোর্টের তথ্যানুযায়ী, বাংলাদেশের পক্ষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সমঝোতা স্বারক সই করার কথা থাকলেও খসড়া পরিবর্তন করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞার নাম যুক্ত করা হয়েছে। অসুস্থতাজনিত কারণে প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ায় গত বুধবার এই খসড়া পরিবর্তন করা হয়। এমওইউ খসড়া থেকে গেছে, আগামী পাঁচ বছর কয়েকটি ব্যাচে সুপ্রীমকোর্টের অনুমোদন সাপেক্ষে বিচারকদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেবেন রাশিয়ার সুপ্রীমকোর্ট। প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময়, আদালত ব্যবস্থাপনা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে কোর্সসূচী উভয় পক্ষের মধ্যে আলোচনা করে চূড়ান্ত করা হবে। প্রশিক্ষণের কার্যসূচীতে দেওয়ানি ও ফৌজদারি আইন, মানবাধিকার আইন, মেডিকো-লিগ্যাল জুরিসপ্রুডেন্স, পরিবেশ আইন, চুক্তি আইন, আদালত ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তিসহ বিভিম্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে। সুপ্রীমকোর্ট সূত্র জানায়, রবিবার রাশিয়ার সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি ভায়াচেসলাভ এম লেভদেভের নেতৃত্বে প্রতিনিধি দল ঢাকায় আসবে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেনÑ রাশিয়ার সুপ্রীমকোর্টের ডিরেক্টর জেনারেল আলেকজান্ডার গুসেভ, ক্রিমিন্যাল কোর্ট অব কসট্রমস্ক্যায়ার চেয়ারপার্সন ভায়াচেসলাভ এম ইভানোভ ও কেন্দ্রীয় সরকারের উর্ধতন নিরাপত্তা কর্মকর্তা সার্গেই ই ইয়াকভ। রাশিয়ার সঙ্গে এমওইউ সই বিষয়ে সুপ্রীমকোর্টের খসড়া প্রস্তাবনায় বলা হয়েছে, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট (জেএটিআই) অধস্তন আদালতের বিচারকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। তবে অবকাঠামো ও অন্যান্য সমস্যার কারণে এখানে একবার প্রশিক্ষণ নেয়ার পর পরবর্তী প্রশিক্ষণ নিতে বিচারকদের চার-পাঁচ বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হয়। এ অবস্থায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গত বছর রাশিয়া সফরে বাংলাদেশের বিচারকদের দক্ষতা বৃদ্ধির জন্য উচ্চতর প্রশিক্ষণের বিষয়টি রাশিয়ার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। এরই ধারাবাহিকতায় উভয় দেশের সুপ্রীমকোর্টের মধ্যে আলোচনার পর এই সমঝোতা স্বারক স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত করা হয়।
×