ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে বিশেষ শিল্পাঞ্চল প্রকল্প বাস্তবায়ন দাবি

প্রকাশিত: ০৪:৫৭, ৭ অক্টোবর ২০১৭

রংপুরে বিশেষ শিল্পাঞ্চল প্রকল্প বাস্তবায়ন দাবি

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৬ অক্টোবর ॥ রংপুরে বিশেষ শিল্পাঞ্চলের (অর্থনৈতিক জোন) জন্য অনতিবিলম্বে ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করে গোটা প্রকল্প বাস্তবায়ন, রংপুর অঞ্চলে বিনিয়োগে উৎসাহিত করতে ব্যবস্থা গ্রহণ ও এ অঞ্চলের চারটি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানির ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণের দাবি জানিয়েছে স্থানীয় ব্যবসায়ী নেতারা। শুক্রবার রংপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত ‘প্রাইভেট সেক্টরে বিনিয়োগ ও এসডিজি অর্জন’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব দাবি তোলেন ব্যবসায়ীরা। জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বিডার অতিরিক্ত সহকারী সচিব ড. সঞ্জয় চক্রবর্তী। সভায় রংপুর মেট্রোপলিটন চেম্বার, রংপুর চেম্বার, উইমেন চেম্বার ও প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ রংপুরের বিশিষ্ট ব্যবসায়ীরা অংশ নেন। সভায় রংপুর অঞ্চলে প্রাইভেট সেক্টরে বিনিয়োগে উৎসাহিত করতে করণীয় বিষয় নির্ধারণ ও বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণে বিশদ আলোচনা হয়। এতে নির্দিষ্ট চারটি প্রস্তাব তুলে ধরে রংপুর মেট্রোপলিটন চেম্বার। প্রথম প্রস্তাবনায় বলা হয়, রংপুর অঞ্চলের চারটি স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রফতানির ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা দূর করতে হবে। এতে বিদেশীরা এ অঞ্চলে বিনিয়োগে আকৃষ্ট হবেন। দ্বিতীয় প্রস্তাবনায় বলা হয়, রংপুর অঞ্চলের জেলাগুলোর সঙ্গে ঢাকা হয়ে চট্টগ্রাম বন্দরের মালবাহী রেল যোগাযোগের ব্যবস্থা গ্রহণ করা। তৃতীয় প্রস্তাবনায় বলা হয়, বিনিয়োগকারীদের কাছে রংপুর অঞ্চলের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে হবে। এতে বিনিয়োগকারীরা এ অঞ্চলের সুবিধা-অসুবিধা জানতে পারবে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিলে বাইরের উদ্যোক্তরা এ অঞ্চলে বিনিয়োগে আগ্রহী হবে। চতুর্থ প্রস্তাবনায় বলা হয়, অনতিবিলম্বে রংপুরে বিশেষ শিল্পাঞ্চলের (অর্থনৈতিক জোন) জন্য ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া ত্বরান্বিত ও বাস্তবায়ন করতে হবে। সভায় একটি রেল সেতু নির্মাণের প্রস্তাব রাখেন রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম দুলু। তিনি তার প্রস্তাবে বলেন, গাইবান্ধার ফুলছড়ি ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি রেল সেতু নির্মাণ করলে রাজধানীর সঙ্গে যোগাযোগের দূরুত্ব ও সময় অর্ধেকে নেমে আসবে। এতে বিনিয়োগকারীরা আগ্রহী হবে। সভায় বাণিজ্য সংগঠনগুলোর মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিনিয়োগ সংক্রান্ত সম্ভাবনা যাচায়ের জন্য রিসার্চ ওয়ার্কের প্রস্তাব দেন রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী। দ্রুততম সময়ের মধ্যে রংপুরে বিশেষ শিল্পাঞ্চল গঠনের জন্য জমি বরাদ্দের আশ^াস প্রদান করেন সভার সভাপতি জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান। সভার প্রধান অতিথি ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’ এর অতিরিক্ত সহকারী সচিব ড. সঞ্জয় চক্রবর্তী সভায় উত্থাপিত প্রস্তাবনাগুলো শোনেন এবং সেগুলো উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করবেন বলে সভার সদস্যদের অবহিত করেন।
×