ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তবুও সন্তুষ্ট এএইচএফ কর্মকর্তার

প্রকাশিত: ০৪:৫৩, ৭ অক্টোবর ২০১৭

তবুও সন্তুষ্ট এএইচএফ কর্মকর্তার

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র চার দিন বাকিক। তারপরেই শুরু হতে যাচ্ছে বহুল আলোচিত এশিয়া কাপ হকির দশম আসর। ৩২ বছর পর আবারও এই আসরটি হবে বাংলাদেশে। অথচ এখনও নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের বিভিন্ন স্থাপনার সংস্কার ও নির্মাণ কাজ শেষ করতে পারেনি বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)! শুক্রবার অস্ট্র্রিয়ার ভিয়েনা থেকে আয়োজন বা প্রস্তুতি কাজ তদারকি করতে বাহফেতে আসেন এশিয়ান হকি ফেডারেশনের স্পোর্টস ডিরেক্টর এলিজাবেথ ফার্স্ট। অসমাপ্ত কাজ দেখে তার চোখে-মুখে উদ্বেগ এবং চেহারায় অসন্তুষ্টির ভাব দেখা গেলেও বিস্ময়করভাবে মুখে বলেছেন বাহফের সব কাজকর্ম নাকি ঠিকই আছে! অথচ বাহফের সাধারণ সম্পাদক আবদুুস সাদেক নিজেই সন্তুষ্ট নন, ‘আমি নিজেই স্টেডিয়ামে ঢুকতে পারিনি জঞ্জালের জন্য। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এখনও পুরো কাজ শেষ করতে পারেনি নির্ধারিত সময়ের পরেও।’
×