ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তান দলে ইনজামামের ভাতিজা

প্রকাশিত: ০৪:৫৩, ৭ অক্টোবর ২০১৭

পাকিস্তান দলে ইনজামামের ভাতিজা

স্পোর্টস রিপোর্টার ॥ আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। বড় খবর প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন প্রধান নির্বাচক ইনজাম উল হকের ভাতিজা ইমাম উল হক। পুরোপুরি ফিট না হওয়ায় রঙিন পোশাকের দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান আজহার আলী। সিরিজে অধিনায়কের দায়িত্বে যথারীতি সরফরাজ আহমেদ। তার নেতৃত্বেই ফেবারিট না হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে চমক দেখায় পাকিস্তান। চলমান টেস্ট শেষে মরুর দেশে লঙ্কানদের সঙ্গে পাঁচ ওয়ানডে ও তিন ম্যাচের টি২০তে মুখোমুখি হবে সরফরাজের দল। দুবাইয়ে প্রথম ওয়ানডে শুক্রবার। ওয়ানডে দল নিয়ে বর্তমান প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক ইনজামাম বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির দলই রাখা হয়েছে, কেবল আজহার আলী ব্যতীত। পুরোপুরি ফিট হওয়ার জন্য তাকে ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে।’ আর ভাতিজা ইমামের অন্তর্ভুক্তি প্রসঙ্গে গ্রেট ব্যাটসম্যানের বক্তব্য, ‘ইমাম-উল-হককে দলে নেয়া হয়েছে করণ সে ঘরোয়া ক্রিকেটে পারর্মেন্স ধরে রেখেছে এবং হোম কন্ডিশনে একজন তরুণকে সুযোগ দেয়া হয়েছে।’ হাঁটুর চোট নিয়ে ঝামেলায় আজহার। যদিও ইঞ্জেকশন পুশ করিয়ে শেষ পর্যন্ত টেস্টে মাঠে নামেন। আর ২১ বছর বয়সী ইমাম গত দুই বছর ধরেই নির্বাচকদের নজরে ছিলেন। গত মৌসুমে তিনি হাবিব ব্যাংকের হয়ে ৪৯.৮৮ গড়ে করেন ৮৪৮ রান। এর মধ্যে ছিল তিনটি সেঞ্চুরি, যার একটি আবর ডাবল। এ বছর খেলেছেন ১৩টি লিস্ট ‘এ’ ম্যাচ (৫০ ওভারের)। গড় ৩১.৮৪। হাফসেঞ্চুরি তিনটি। গত মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত ইমার্জিং টিমস এশিয়া কাপে সেঞ্চুরি করেন টানা দুই ম্যাচে। পাকিস্তানের ওয়ানডে দল ॥ সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির, রুম্মান রইস, জুনাইদ খান, হারিস সোহেল ও ইমাম-উল-হক।
×