ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়া যাচ্ছেন না স্টোকস!

প্রকাশিত: ০৪:৫২, ৭ অক্টোবর ২০১৭

অস্ট্রেলিয়া যাচ্ছেন না স্টোকস!

স্পোর্টস রিপোর্টার ॥ ভালভাবেই ফেঁসে গেছেন বেন স্টোকস। মধ্যরাতে পানশালার বাইরে একব্যক্তিতে পিটিয়ে আহত করার জন্য এখন পুলিশি তদন্তের আওতায় নজরবন্দী আছেন ইংল্যান্ডের এ অলরাউন্ডার। সে কারণে আগামী মাসে মর্যাদার এ্যাশেজ সিরিজের জন্য ইংল্যান্ড দলে থাকলেও যেতে পারবেন না তিনি অস্ট্রেলিয়াতে সময়মতো। আগামী ২৮ অক্টোবর দল অস্ট্রেলিয়া সফরে চলে গেলেও স্টোকস যাচ্ছেন না এমনটাই নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হবে। এ্যাশেজ শুরুর আগেই ঝামেলা মিটলে অস্ট্রেলিয়ায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন স্টোকস। এ কারণে ইতোমধ্যেই এ্যাশেজ স্কোয়াডে পেসার স্টিভেন ফিনকে অন্তর্ভুক্ত করেছে ইসিবি। মারামারির ঘটনায় পুলিশের কাছে আটক হয়েছিলেন স্টোকস। তবে ছাড়াও পেয়ে যান অভিযোগ না হওয়াতে। সেই সময় দল ঘোষণা করে স্টোকসকে এ্যাশেজের জন্য রাখা হয় তাকে। কিন্তু পরবর্তীতে ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ বেরিয়ে আসার পর চারদিকে তোলপাড় শুরু হয়ে যায়। মিনিটে ১৫টি ঘুষি হাঁকিয়েছেন স্টোকস। তাই এখন বিষয়টি এ্যাভন এ্যান্ড সমারসেট পুলিশ জোরালো তদন্ত করছে। দোষী সাব্যস্ত হয়ে শাস্তির মুখে পড়লে আর এ্যাশেজ খেলা হবে না স্টোকসের। ২৬ বছর বয়সী এ অলরাউন্ডার তাই এ্যাশেজ খেলতে পারবেন কিনা সেটা নিয়ে জোর শঙ্কা তৈরি হয়েছে। এ কারণে ইসিবি ইতোমধ্যেই দলে যোগ করেছে ফিনকে। তিনি দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাবেন। আগামী ২৮ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে ইংল্যান্ড ক্রিকেট দল। সে সময় দলের সঙ্গে থাকবেন না স্টোকস। স্টোকস ব্যাটে-বলে সাম্প্রতিক সময়ে দারুণ কার্যকর ভূমিকা রেখেছেন। তাকে ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে এ্যাশেজে বেশ বড় ধরনের চ্যালেঞ্জে পড়বে ইংলিশরা এটাই মনে করা হচ্ছে। ব্রিস্টলের এক নৈশ ক্লাবের বাইরে যে মারামারি করেছেন সে সময় সতীর্থ এ্যালেক্স হেলসও ছিলেন তার সঙ্গে। ওই সময় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজ চলছিল। তাই শেষ দুই ওয়ানডে খেলতে পারেননি এ দুই ক্রিকেটার। ইংল্যান্ড দলে এখন বিষয়টি নিয়ে বেশ অস্থিরতা। তাছাড়া আরও কিছু পৃথক ঘটনায় ইসিবি ইতোমধ্যেই সতর্ক করে দিয়েছে জিমি বেয়ারস্টো, জেক বল ও লিয়াম প্লাঙ্কেটকে। ক্যারিবীয়দের সঙ্গে ওয়ানডে সিরিজ চলার সময় তাদের আচরণগত সমস্যা ও বাজে ব্যবহারের বিষয়টি এখন ইসিবি খতিয়েও দেখছে। ইংল্যান্ড ক্রিকেটের পরিচালক এ্যান্ড্রু স্ট্রস এ বিষয়ে বলেছেন, ‘ঘনিয়ে আসা এ্যাশেজ সিরিজের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের জন্য পরিপূর্ণ পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। কারণ পরিস্থিতিটা এখন একটু ঘোলাটে হয়ে উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেট ও অস্ট্রেলিয়ান কন্ডিশন বিবেচনায় স্টিভেন খুবই উচ্চ পর্যায়ের একজন খেলোয়াড় হিসেবেই জায়গা করে নিয়েছে। আমরা বেনের সঙ্গে কথা বলেছি এবং তাকে নিশ্চয়তা দিয়েছি যে চলমান পুলিশি তদন্তের সুরাহা এ্যাশেজ শুরুর আগেই হয়ে গেলে সে দলের সঙ্গে যোগ দিতে পারবে। আমাদের এক্ষেত্রে কিছুই করার নেই। এমনকি কেন্দ্রীয় চুক্তিতেও হয়তো আপাতত তাকে রাখা যাবে না।’
×