ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একটি কান্ড জ্ঞানহীন সংবাদ সম্মেলন...

প্রকাশিত: ০৪:৫১, ৭ অক্টোবর ২০১৭

একটি কান্ড জ্ঞানহীন সংবাদ সম্মেলন...

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হবে ‘জুনিয়র রোলবল বিশ্বকাপে’র দ্বিতীয় আসর। পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য এই আসরে অংশ নেবে ৪৫ দেশের ৮০০’র বেশি স্কেটার। আশা করা হচ্ছে, এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনিয়র রোলবল বিশ্বকাপকে সামনে রেখে গত একমাস ধরে বাংলাদেশ দলের প্রশিক্ষণ চলছে। বিশ্বকাপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরতে শুক্রবার প্রতিযোগিতার ভেন্যুতে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। তবে এটা প্রকৃতপক্ষেই সংবাদ সম্মেলন ছিল কি না তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। আয়োজকদের (রোলার স্কেটিং ফেডারেশন) প্রতিটি কর্মকা-ই ছিল প্রশ্নবিদ্ধ এবং হাস্যকর। যেমন : মঞ্চে আমন্ত্রিত অতিথি-বক্তাদের জন্য চেয়ার রাখা ছিল ১৯টি। যদিও পাঁচজন আসেননি। তারপরও কোন প্রেস কনফারেন্সে ১৪ জনকে মঞ্চে হাজির করাটা রীতিমতো রেকর্ডের পর্যায়েই পড়ে। গত জানুয়ারিতে এই ভেন্যুতেই অনুষ্ঠিত হয়েছিল রোলবল বিশ্বকাপ। সেই আসরের বিভিন্ন ভিডিও ফুটেজ দেখানো হয় বড় প্রজেক্টরে। কিন্তু এর শব্দের মাত্রা ছিল অসহনীয়, বধির হয়ে যাবার মতো অবস্থা। এই ভিডিওতে আবার জাতীয় সঙ্গীত বাজানো হয়। অথচ কাউকেই দাঁড়িয়ে সম্মান জানাতে দেখা যায়নি। এখানেই শেষ নয়। প্রেসমিটটি শেষ করতেও আয়োজকরা নেন লম্বা সময়। ঘড়ির হিসেবে দেড় ঘণ্টা। অথচ সাধারণ কোন প্রেসমিট শেষ হতে লাগে আধঘণ্টা থেকে পৌনে এক ঘণ্টা। কোন বক্তার বক্তব্য শেষ হতেই তার নামে জয়ধ্বনি দেয়া হয়েছে (অমুক ভাই ... হিপ হিপ হুররে।)। জয়ধ্বনি দিতে সম্মেলনে হাজির করা হয় শ’খানেক জুনিয়র ছেলে-মেয়ে স্কেটারকে। অথচ প্রেসমিটে এগুলো করার কোন নিয়ম নেই। অবস্থাদৃষ্টে মনে হয়েছে এটা যেন আলোচনা অনুষ্ঠান কিংবা ফেস্টিভ্যাল। স্কেটিং কমপ্লেক্সের পাশেই খোলা পল্টন মাঠ। সেখানে ক্রিকেট খেলারত শিশু-কিশোরদের ব্যাটের হাঁকানো ছক্কার বল মাঝে মধ্যেই এসে পড়ছিল মঞ্চের আশেপাশে। সেই বল আবার বাজেয়াফতও করা হয়। প্রেসমিটটি অনুষ্ঠিত হয় প্রচন্ড গরমের মধ্যে। মঞ্চের অতিথি, সাংবাদিক এবং দর্শকদের গা জুড়ানোর জন্য পর্যাপ্ত স্ট্যান্ড ফ্যান ছিল না। ফলে উপস্থিত বেশিরভাগকেই ঘেমে-নেয়ে অস্থির হতে দেখা যায়। সবমিলিয়ে অনেকেই ফেডারেশনের সমালোচনা করে বলেছেন, তাদের ন্যূনতম কেন বিন্দুমাত্রও হুঁশ নেই। এরকম কা-জ্ঞানহীন প্রেসমিট যারা করতে পারে তারা কিভাবে বিশ্বকাপ আয়োজন করবে? উল্লেখ্য, গত জানুয়ারিতে তড়িঘড়ি করে রোলবল বিশ্বকাপ আয়োজন করে নানা অনিয়ম আর প্রশ্নের জন্ম দিয়েছিল রোলার স্কেটিং ফেডারেশন। হয়েছিল প্রচন্ডভাবে সমালোচিত। এবার তারা কি করে সেটাই এখন দেখার বিষয়।
×