ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তরুণদের অনুপ্রেরণা বোল্ট!

প্রকাশিত: ০৪:৫০, ৭ অক্টোবর ২০১৭

তরুণদের অনুপ্রেরণা বোল্ট!

স্পোর্টস রিপোর্টার ॥ জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। ১০০ এবং ২০০ মিটারে বিশ্ব রেকর্ডের মালিক। অসামান্য সব কীর্তি গড়ে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। গত আগস্টে বিশ্বচ্যাম্পিয়নের শেষেই এ্যাথলেটকে বিদায় বলে দেন তিনি। তবে ইন্টারন্যাশনাল এ্যাসোসিয়েশন অব এ্যাথলেটিক ফেডারেশনের প্রধান সেবাস্তিয়ান কো এখনও উপলব্ধি করেন বোল্টের ভূমিকাকে। বিশেষ করে তরুণদের অনুপ্রেরণার কাজটা বোল্ট খুব ভাল করেই পারেন বলে মনে করেন তিনি। শুধু তাই নয়, এক্ষেত্রে ৩১ বছর বয়সী বোল্টকে কিংবদন্তি মোহাম্মদ আলীর সঙ্গে তুলনা করেছেন। এ প্রসঙ্গে বুধবার লন্ডনে চেলসির স্ট্যামফোর্ডব্রিজ গ্র্যাউন্ডে অনুষ্ঠিত হয়ে যাওয়া স্পোর্ট বিজনেস সম্মেলনে সেবাস্তিয়ান কো বলেন, ‘সে যে কিভাবে তরুণদের সঙ্গে মিশে যেতে পারে তা বলাটা আমার পক্ষে সত্যিই খুব কঠিন। আমি মনে করতে পারছি না যে, মোহাম্মদ আলী ছাড়া বোল্টের মতো আর কাউকে এভাবে মানুষের সঙ্গে সংশ্লিষ্ট হতে দেখেছি কি না। বোল্ট ছাড়া মোহাম্মদ আলীরও এই সামর্থ্যটা ছিল।’ সেবাস্তিয়ান কো’র মতে, অলিম্পিকের পরবর্তী টুর্নামেন্টগুলোতে বোল্টের মতো এমন কাউকে পাওয়া যাবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। গত ৯ বছর ধরেই রাজত্ব করেছিলেন বোল্ট। জীবনের শেষ ব্যক্তিগত দৌড়ে তার বিজয়টাও ছিল অনুমিত। কিন্তু পারলেন না জ্যামাইকান স্প্রিন্টার। মানুষের মনে বেশি দাগ কাটে বলেই হয়তো বিয়োগান্তক পরিণতির গল্পগুলো কালজয়ী হয়। কে জানত উসাইন বোল্ট নামের একজন মহানায়কের মহামহিম ক্যারিয়ারের শেষ অঙ্কে এমন ট্রাজিক চিত্রনাট্য লিখে রেখেছে নিষ্ঠুর নিয়তি। ১০০ মিটার স্প্রিন্টে অভাবনীয় ব্যর্থতার পর রিলেতে তার সোনালী সমাপ্তি দেখার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। কিন্তু বোল্টের শেষটা রূপকথার মতো হলো না। যা হলো তা তার পরম শত্রুও দেখতে চায়নি। নিজের শেষ ইভেন্টে এই গ্রহের দ্রুততম মানব হ্যামস্ট্রিংয়ের চোটে লুটিয়ে পড়লেন ট্র্যাকে। ফিনিশিং লাইনের প্রায় ৫০ মিটার দূরেই ছুঁয়ে ফেললেন ক্যারিয়ারের সমাপ্তিরেখা। সোনায় মোড়ানো ক্যারিয়ারের শেষ দৌড়ে চোটের কাছে হেরে চোখের জলে ট্র্যাককে বিদায় জানাতে হয় বোল্টকে।
×