ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই বছর পর মুমিনুল

প্রকাশিত: ০৪:৫০, ৭ অক্টোবর ২০১৭

দুই বছর পর মুমিনুল

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। রাতেই সেই দল হয়ে গেল ১৬ সদস্যের। দলে ঢুকে পড়লেন মুমিনুল হক। ‘টেস্ট স্প্যাশালিস্ট’ ব্যাটসম্যান হিসেবে তকমা পেয়ে যাওয়া মুমিনুল অবশেষে দুই বছর পর আবার ওয়ানডে দলে সুযোগ পেলেন। মুমিনুলকে কেন নেয়া হলো? বোঝাই যাচ্ছে, কেন নেয়া হয়েছে। ওপেনার তামিম ইকবালের মাংসপেশিতে টান পড়ার ইনজুরি এখনও পুরোপুরি দূর হয়নি। প্রথম ওয়ানডেতে তামিম খেলতে পারবেন কিনা সংশয় আছে। যদি তামিম না খেলতে পারেন তাহলে সৌম্য ও ইমরুলই ওপেনিংয়ে ভরসা। তখন তিন নম্বরে কিংবা চার নম্বরে খেলার মতো একজন ব্যাটসম্যান লাগবে। সেই চিন্তা থেকেই ওয়ানডে দলেও রাখা হয়েছে ২৬টি ওয়ানডে খেলা মুমিনুলকে। মুমিনুল সর্বশেষ ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন। এরপর আর ওয়ানডে খেলার সুযোগ পাননি। পাকিস্তান ও ভারতের বিপক্ষে ২০১৫ সালের ওয়ানডে সিরিজে দলে রাখা হলেও ড্রেসিংরুম বন্দীই ছিলেন মুমিনুল। খেলার সৌভাগ্য হয়নি। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের ওয়ানডে দল থেকে বাদ দেয়া হয়। সেই যে বাদ পড়েন আর ওয়ানডে দলে সুযোগ হয়নি মুমিনুলের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে আবার জায়গা করে নিলেন। সেবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ পড়ে আর ওয়ানডের দলে থাকতে পারেননি। যখন ফিরলেন তখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। তবে এবার খেলবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। খেলা যেখানেই হোক। তামিম না খেলতে পারলেই যে মুমিনুলের একাদশে থাকার সুযোগ মিলবে তা নিশ্চিতভাবেই বলে দেয়া যায়। আর সেই সুযোগে মুমিনুল কিছু করে দেখাতে পারলেই হয়। টেস্ট ব্যাটসম্যান মুমিনুল। এ খেতাব দূর করে ওয়ানডেতেও যদি মুমিনুল কিছু করে দেখাতে পারেন তাহলে টেস্টের সঙ্গে ওয়ানডেতেও মুমিনুলের জায়গা হয়ে যাবে। ১২ অক্টোবর ব্লুমফন্টেইনে হবে ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচ। এ ম্যাচেই হয়তো মুমিনুলকে পরখ করে নেয়া হবে। এরপর ১৫, ১৮ ও ২২ অক্টোবর যথাক্রমে কিম্বার্লিতে প্রথম, পার্লে দ্বিতীয় ও ইস্ট লন্ডনে তৃতীয় ওয়ানডে খেলা হবে। তামিম প্রথম ওয়ানডেতে না খেলতে পারলে মুমিনুল যদি ঝলক দেখাতে পারেন তাহলে দলে স্থায়ীভাবে থাকার সুযোগ মিলে যেতে পারে। বৃহস্পতিবার বিকেলে যে দল দেয়া হয়েছে তাতে মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মন, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, লিটন কুমার দাশ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। রাতে এ দলে মুমিনুলও যোগ হন। ওয়ানডে দলে নতুন মুখ পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। নাসির ও লিটনের সঙ্গে ফিরেছেন মুমিনুলও। সর্বশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম ও সানজামুল। বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এ টুর্নামেন্টে বাংলাদেশ দলে যারা ছিলেন তাদের মধ্য থেকে তিনজন পরিবর্তন হয়েছেন। চোখের সমস্যার জন্য সৈকত, পেসার শফিউল ও সানজামুল নেই। এ তিনজনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন আরও তিনজন। এরমধ্যে নতুন মুখ সাইফউদ্দিন। পুরনোদের মধ্যে নাসির ফিরেছেন। আর মুশফিকুর রহীমের ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে ডাক পেয়েছেন লিটন। টেস্টের মতো ওয়ানডেতেও উইকেটের ভূমিকায় লিটনকে দেখা যেতে পারে। মুমিনুলও আবার দুইবছর পর ওয়ানডে দলে ফিরেছেন। সোমবার দেশে থাকা ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টটি মঙ্গলবার শেষ হবে। সেইদিনই মাশরাফি, সাকিব, নাসির, সাইফউদ্দিন দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দেবেন। এরপর যে ১২ অক্টোবর প্রস্তুতি ম্যাচ রয়েছে সেটিতেও খেলবেন। তাতে করে কন্ডিশন এবং উইকেটের সঙ্গে পরিচিত হয়ে যাবেন। দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ খেলার আগে ভালভাবে প্রস্তুতি নেয়া জরুরী। টেস্টে ফল খারাপ হয়েছে। কিন্তু ওয়ানডে সিরিজে বাংলাদেশের সম্ভাবনা আছে। তাই কোনভাবেই টিম ম্যানেজমেন্ট কোনদিকে দুর্বলতা রাখতে রাজি নয়। আগে দেশে থাকা ক্রিকেটারদের ওয়ানডে সিরিজ খেলতে ১০ অক্টোবর রওনা হওয়ার কথা ছিল। এখন একদিন এগিয়ে আনা হয়েছে। যেন একদিন প্রস্তুতি নিয়ে প্রস্তুতি ম্যাচ খেলে, তারপর মূল সিরিজে নামতে পারে। তাই দল ঘোষণা আগে ভাগেই করে দেয়া হয়েছে। দলে মুমিনুলকে শেষ মুহূর্তে যোগ করা হয়েছে।
×