ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার টি২০ লড়াই

প্রকাশিত: ০৪:৪৯, ৭ অক্টোবর ২০১৭

এবার টি২০ লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০ আজ। ৪-১এ ওয়ানডে সিরিজ হারের পর অতিথি অসিদের জন্য এটি আরও এক কঠিন পরীক্ষা। টানা তিন জয়ে দুই ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করে বিরাট কোহলির ভারত। অনেকটা গা-ছাড়াভাবে একাদশে একাধিক পরিবর্তন এনে চতুর্থ ম্যাচটা হেরে বসে স্বাগতিকরা। তবে আরও বেশি পরিবর্তন সত্ত্বেও শেষ ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দেয় কোহলিবাহিনী। এর আগে বছরের শুরুতে টেস্ট সিরিজেও ভারতের কাছে পাত্তা পায়নি ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নরা। ক্রমাগত হারলেও দীর্ঘ সফরের অভিজ্ঞতায় স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা অনেকটাই ধাতস্থ হয়ে উঠেছেন। বিশেষ করে ওয়ানডেতে ওয়ার্নারের ওপেনিং সঙ্গী এ্যারন ফিঞ্চের পারফর্মেন্স ছিল আশাজাগানিয়া। টি২০তেও স্বাগতিকদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারেন এই দুই ব্যাটসম্যান। কোহলির নেতৃত্বে উড়ছে ভারত। টেস্টে আগেই শীর্ষস্থান দখলের পর এই সিরিজে টানা তিন ওয়ানডে জিতে পঞ্চাশ ওভারের ক্রিকেটেও তারা এখন নাম্বার ওয়ান। শ্রীলঙ্কা সফরে টেস্ট, ওয়ানডে, টি২০ প্রতিটি সিরিজে প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করে কোহলিরা। তাও আবার রঙিন পোশাকে দুই সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে বিশ্রামে রেখে। যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদবের ঘূর্ণিবলে স্মিথরা ছিল দিশেহারা। লেগস্পিনার চাহাল টি২০তেও আছেন, আছেন অক্ষর প্যাটেল। স্বাগতিকদের পেস আক্রমণও যথেষ্ট সমৃদ্ধ। ওয়ানডেতে জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর দুর্দান্ত করেছেন, তাদের সঙ্গী হয়েছেন অশীষ নেহরা। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ এই পেসার। উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিকও ডাক পেয়েছেন। অসুস্থ স্ত্রীর পাশে থাকতে ওয়ানডে সিরিজে ছুটিতে থাকা ওপেনার শিখর ধাওয়ান স্কোয়াডে ফিরেছেন। ৩৮ বছর বয়সী নেহরা সর্বশেষ গত ফেব্রুয়ারিতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। ইনজুরির জন্য উইন্ডিজ ও শ্রীলঙ্কা সফর মিস করেন। আর ক্যারিবীয়দের বিপক্ষে থাকলেও শ্রীলঙ্কা সফরে ছিলেন না কার্তিক। ওয়ানডে খেলা ইনফর্ম অজিঙ্কা রাহানে বাদ পড়েছেন। ওপেনিংয়ে ধাওয়ানের সঙ্গী হতে পারেন ওয়ানডেতে দুর্দান্ত খেলা রোহিত শর্মা। আবার অধিনায়ক কোহলি কিংবা লোকেশ রাহুলকেও দেখা যেতে পারে। টপ-অর্ডারে এছাড়া আছেন মানীস পা-ে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক। অলরাউন্ডার হারদিক পা-িয়া কি করতে পারেন সেটি নতুন করে বলার প্রয়োজন নেই। প্রধান কোচ রবিশাস্ত্রী বলেন, ‘উইন্ডিজ ও শ্রীলঙ্কা সফরেই ছেলেরা প্রমাণ করেছে এখন আমরা বিদেশেও সমান ধারাবাহিক। একাধিক সিনিয়রকে বিশ্রামে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১এ ওয়ানডে জয় বেশ ইতিবাচক। আমার দলে অন্তত ৩০ জন খেলোয়াড় রয়েছে যারা একাদশে জায়গা পেতে পারে। যে কোন ফরমেটে, যে কোন জায়গায় জয়ের জন্য ওরা তৈরি। প্রতিপক্ষ শক্তিশালী, তবে আমরা জয় দিয়েই শুরু করতে চাই।’ স্মিথদের আত্মবিশ্বাসের জায়গা দুটি। প্রথমত ভারতে অনেকগুলো ম্যাচ খেলে এখন তারা অনেকটাই মানিয়ে নিয়েছে। এছাড়া দলে আছেন একাধিক টি২০ স্পেশালিস্ট।
×