ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চকোলেটের পিরামিড

প্রকাশিত: ০৪:৪০, ৭ অক্টোবর ২০১৭

চকোলেটের পিরামিড

চকোলেট তো আমরা পছন্দ করি। কিন্তু চকোলেট দিয়ে যে ভাস্কর্য তৈরি হয়, সে কথা কী জানো? হ্যাঁ, ভাবতে অবাক লাগলেও সত্য যে চকোলেট দিয়ে বিভিন্ন দেশের শিল্পীরা নানা রকম শিল্পকর্মও করেছেন। এর মধ্যে রয়েছে কেগস ক্যান্ডিস নামক চকোলেট কোম্পানির তৈরি চকোলেটের দাবা সেট, পিটার লারডংয়ের তৈরি চকোলেটের লং প্লেয়ার, এমনকি চকোলেট দিয়ে সাতজন শিল্পী মিলে তৈরি করেছেন একটা আস্ত ঘর পর্যন্ত! এগুলোর কোনটাই কিন্তু গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডসে জায়গা করে নেয়নি। গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বড় চকোলেটে তৈরি ভাস্কর্য হিসেবে নাম তুলেছে ফ্রাঁসোয়া মিলের তেরি একটি চকোলেট ভাস্কর্য। এই চকোলেট ভাস্কর্য মেক্সিকোর কাকালকান পিরামিডের আদলে বানানো হয়েছে। এর উচ্চতা এক ফুট ১১ ইঞ্চি। দৈর্ঘ্য এবং প্রস্থ ১২ ফুট করে। ভাস্কর্যটির ওজন ২৭৩ কেজি ৩০০ গ্রাম। এটি তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আরভিনে। ঝিলিমিলি ডেস্ক
×