ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ট্রাকচাপায় নারী কর্মী নিহত ॥ সড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:৩১, ৭ অক্টোবর ২০১৭

গাজীপুরে ট্রাকচাপায় নারী কর্মী নিহত ॥ সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে শুক্রবার ট্রাক চাপায় গার্মেন্টসের এক নারী শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। নিহতের নাম শাহিনা আকতার তুলি (২৩)। সে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ সোনাখালি গ্রামের শাহ মোঃ আবু সালেহ রনির স্ত্রী এবং গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনগপাড়ার রিদিশা গার্মেন্টসের কর্মী। নাওজোড় হাইওয়ে পুলিশ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনগপাড়ায় ভাড়া বাসায় থেকে শাহিনা স্থানীয় রিদিশা গার্মেন্টসে চাকরি করতেন। শুক্রবার সকালে শাহিনা বাসা থেকে হেঁটে কারখানায় যাচ্ছিল। পথে কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিহতের সহকর্মীরা বিক্ষোভ শুরু করে এবং ওই মহাসড়কের ওপর এসে সড়ক অবরোধ করে। এ ঘটনায় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় আধাঘণ্টা পর পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। আমতলীতে আহত নারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা আমতলী, বরগুনা থেকে জানান, সড়ক দুর্ঘটনায় আহত নারী নূর জাহান বেগমের চিকিৎসাধীন বৃহস্পতিবার বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যু হয়েছে। জানা গেছে, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী পৌরসভার একে স্কুলের সামনে গত মঙ্গলবার সন্ধ্যায় মায়ের দোয়া পরিবহন একটি বেটারি চালিত অটোরিক্সা চাপা দেয়। এতে ওই রিক্সার দুই আরোহী নুরজাহান ও লাইলি গুরুতর আহত হয়। আহতদের আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সঙ্কটজনক অবস্থায় ওইদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালে চিকিৎসাধীন বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয়। অপর আহত লাইলি বেগম ওই হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।
×