ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইয়াজিদীদের খপ্পর থেকে ইমান আকিদা হেফাজত করতে হবে ॥ সুফি মিজানুর

প্রকাশিত: ০৪:২২, ৭ অক্টোবর ২০১৭

ইয়াজিদীদের খপ্পর থেকে ইমান আকিদা হেফাজত করতে হবে ॥ সুফি মিজানুর

স্টাফ রিপোর্টার ॥ ইয়াজিদী ভাবাদর্শী ইসলামের বিকৃতবাদীদের খপ্পর থেকে আমাদের ইমান আকিদা ও আমলের হেফাজত করতে হবে। মনে রাখতে হবে কারবালার সংঘাত ছিল মূলত: হক ও বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয়ের যুদ্ধ। এতে হক-বাতিলের চূড়ান্ত ফয়সালা হয়ে যায়। যুগে যুগে আহলে হক তথা সুন্নি মতাদর্শে বিশ্বাসী ও তরিকত পন্থীরাই ইসলামের ওপর প্রতিষ্ঠিত রয়েছেন। শুক্রবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শাহাদাতে কারবালা মাহফিলে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। ইসলামিক ফাউন্ডেশন ও শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ ঢাকার যৌথ উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন পীরে তরিকত আল্লামা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান। প্রধান অথিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মুহাম্মদ মিজানুর রহমান। মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, শাহ সুফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভান্ডারি, পীরে তরিকত আল্লামা আব্দুল বারী জিহাদী, আল্লামা প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ আল্লামা ড. এ.কে.এম. মাহববুর রহমান প্রমুখ।
×