ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ষোলো কোটি বাঙালী মানবতার স্বার্থে ঐক্যবদ্ধ ॥ তানভীর ইমাম এমপি

প্রকাশিত: ০৪:০২, ৭ অক্টোবর ২০১৭

ষোলো কোটি বাঙালী মানবতার স্বার্থে ঐক্যবদ্ধ ॥ তানভীর ইমাম এমপি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে আসা এই বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর ভরণপোষণের যে দায়িত্ব নিয়েছেন তা সত্যি দুরূহ। জননেত্রীর এই মানবিক দায়িত্ব পালনে অনুপ্রাণিত হয়ে দলের একজন কর্মী হিসেবে আমিও তার নির্দেশে ত্রাণসামগ্রী নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছি। ষোলো কোটি বাঙালী আজ মানবতার স্বার্থে ঐক্যবদ্ধ। শুক্রবার সকালে উখিয়ার কুতুপালং ক্যাম্পে অসহায় রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণকালে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম এসব কথা বলেন। উখিয়ায় রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে তানভীর ইমাম বলেন, রোহিঙ্গাদের এই ঢল বাংলাদেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ জেনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার সকল দরজা খুলে দিয়েছেন। দাঁড়িয়েছেন রোহিঙ্গাদের পাশে। তিনি রোহিঙ্গাদের অবস্থা স্বচক্ষে দেখে তাদের অশ্বস্ত করে বলেছেন, পাশে আছি পাশেই থাকব। রোহিঙ্গা নির্যাতন বন্ধ করতে এবং তাদের ফিরিয়ে নিতে বিশ্বদরবারে প্রস্তাব রেখেছেন।তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রেও শান্তির পক্ষে এবং সর্বপ্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান অত্যন্ত স্পষ্ট। দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসী তৎপরতা মোকাবেলায় তার সন্ত্রাসবিরোধী আঞ্চলিক ফোরাম গঠনের প্রস্তাব এ অঞ্চলের দেশসমূহের নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে।
×