ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে পোশাক কারখানার কর্মকর্তাকে অপহরণ ॥ মুক্তিপণ দাবি

প্রকাশিত: ০৪:০১, ৭ অক্টোবর ২০১৭

টঙ্গীতে পোশাক কারখানার কর্মকর্তাকে অপহরণ ॥ মুক্তিপণ দাবি

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৬ অক্টোবর ॥ টঙ্গীতে পোশাক কারখানার কর্মকর্তা মারুফ মোল্লাকে (৩৫) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে তাকে অপহরণ করা হয়। রাতে অপহৃতের বাবা আব্দুল মতিন টঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। অপহৃত মারুফ রাজবাড়ী জেলা সদরের চরনারায়ণপুর এলাকার আব্দুল মতিনের ছেলে। তিনি টঙ্গীর গাজীপুরা সাতাইশ রোড এলাকার মেক্কো সোয়েটার কারখানায় স্যাম্পলম্যান পদে কর্মরত ছিলেন। অপহৃতের পরিবারের দাবি, মারুফ মোল্লাকে অপহরণের পর তাদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়েছে অপহরণকারীরা। মারুফ মোল্লার শ্যালক ইয়াছিন মোল্লা জানান, মারুফ মোল্লা অফিস থেকে বাসায় ফেরার পথে অপহৃত হন। পরে রাত ১০টার দিকে মারুফের মোবাইল থেকে তার স্ত্রীর কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। এসময় টাকা না পাঠালে বা ঘটনা পুলিশকে জানালে মারুফকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। অবৈধ গ্যাস সংযোগকারী আটক নিজস্ব সংবাদদাতা, সাভার, ৬ অক্টোবর ॥ আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ দেয়ায় সময় দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে আশুলিয়া ইউনিয়নের দুর্গাপুর পূর্বচালা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃত দু’জন হচ্ছে- রাজ্জাক মিয়া (৩০) ও শান্ত মিয়া (২৫)। জানা গেছে, প্রভাবশালীদের নেতৃত্বে সকালে ওই এলাকায় লাবু ও কফিল নামের দু’ব্যক্তির বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছিল রাজ্জাক ও শান্ত। এ সময় এলাকাবাসী তাদের হাতে-নাতে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
×