ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেনাপোলে সোনার বারসহ আটক ২

প্রকাশিত: ০৪:০১, ৭ অক্টোবর ২০১৭

বেনাপোলে সোনার বারসহ আটক ২

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ভারতে পাচারের সময় (৭২৬ গ্রাম) সোনার বারসহ দুইজন পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কেন্দ্র থেকে শুক্রবার সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মুন্সীগঞ্জ জেলার বর্নিয়ান আশুলিয়ার চর গ্রামের মিজানুর রহমান (৪১) ও কুমিল্লার চান্দিনা থানার মাহবুব আলম। গোয়েন্দা পুলিশ জানায়, দুইজন পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। তাদের পাসপোর্ট নম্বর বিএম ০৯০০২৬৯ ও বিএম ০৩৩০৩৫৪। পরে তাদের দেহ তল্লাশি করে স্যান্ডেল ও প্যান্টের মধ্যে থেকে ৭ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা। উদ্ধার করা সোনা বেনাপোল শুল্ক গুদামে জমা দেয়া ও আটক দুইজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে।
×