ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি;###;শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

বাংলাদেশ ও বিশ্বপরিচয় অষ্টম শ্রেণির পড়াশোনা পূর্ণ প্রস্তুতি-৩ (মডেল টেস্ট)

প্রকাশিত: ০৩:৪৯, ৭ অক্টোবর ২০১৭

বাংলাদেশ ও বিশ্বপরিচয় অষ্টম শ্রেণির পড়াশোনা পূর্ণ প্রস্তুতি-৩ (মডেল টেস্ট)

বহুনির্বাচনী-৩০ ১। ইংরেজদের এদেশে শিক্ষা বিস্তারের উদ্দেশ্য কী ছিলো ? (ক) বাণিজ্য বিস্তার (খ) আয়বৃদ্ধি (গ) শাসন দীর্ঘস্থায়ী করা (ঘ) জনকল্যাণ করা। ২। কিশোর অপরাধ কীভাবে প্রতিরোধ করা যায় ? (র) অভিভাবকদের সচেতনতার মাধ্যমে (রর) উপযুক্ত শাস্তি প্রদানের মাধ্যমে (ররর) আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর। নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ কবির সবসময় তার মায়ের কাছে খোঁজে। তার মা টাকা না দিলে সে বাড়িতে চিৎকার ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। ৩। উদ্দীপকে বর্ণিত সমস্যাটি হলো- (ক) মাদকাসক্তি (খ) মূল্যবোধের অবক্ষয় (গ) দারিদ্রতা (ঘ) নিঃসঙ্গতা। ৪। উক্ত কর্মকান্ডের ফলে- (র) বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিবে (রর) মানসিক স্বাস্থ্যের পরিবর্তন হবে (ররর) সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর। ৫। বাংলাদেশে কতটি ইউনিয়ন পরিষদ আছে ? (ক) ৪২২৫টি (খ) ৪২৫০টি (গ) ৪৪৫০টি (ঘ) ৪৪৬০টি। ৬। জীববৈচিত্র্য রক্ষার জন্য আমাদের করণীয়- (ক) জনসংখ্যা নিয়ন্ত্রণ করা (খ) শিল্প কারখানা বৃদ্ধি করা (গ) বাড়িঘর নির্মান বন্ধ করা (ঘ) জলাভূমি ভরাট করা । ৭। বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে ? (ক) ১০০৫জন (খ) ১০১০জন (গ) ১০১৫জন (ঘ) ১০২৫জন। ৮। মুজিবনগর সরকার গঠিত হয় কতসালে? (ক) ১৯৭১ সালের ১০ এপ্রিল (খ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল (গ) ১৯৭১ সালের ২৭ মে (ঘ) ১৯৭১ সালের ৩০ মে। ৯। ’প্রতœ’ শব্দের অর্থ কী? (ক) নতুন (খ) পুরাতন (গ) আধুনিক (ঘ) উন্নত । ১০। ব্রিটিশ ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন? (ক) লর্ড বেন্টিংক (খ) লর্ড কার্জন (গ) লর্ড ক্যানিং (ঘ) লর্ড হার্ডিঞ্জ। নিচের অনুচ্ছেদটি পড় ১১ ও ১২ প্রশ্নের উত্তর দাও ঃ ফিরোজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের একজন শিক্ষার্থী। সম্প্রতি তার বিভাগে একটি আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়।উক্ত সেমিনারে শিশুদের ছয়টি রোগ প্রতিরোধে কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। উত্তর ঃ ১(গ), ২(খ), ৩(ক), ৪(ঘ), ৫(গ), ৬(ক), ৭(গ), ৮(ক), ৯(খ), ১০(গ)।
×