ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নয়ীম গহরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৩:৪৫, ৭ অক্টোবর ২০১৭

নয়ীম গহরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

সংস্কৃতি ডেস্ক ॥ স্বাধীনতা পদকজয়ী বিশিষ্ট গীতিকবি নয়ীম গহরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের ৭ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে মৃত্যু হয় এই কিংবদন্তীর। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আরও নানাভাবে রাজধানীর বিভিন্নস্থানে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে বলে জানায় তার পরিবার। এ বিষয়ে তার মেয়ে বিশিষ্ট অভিনেত্রী ইলোরা গহর বলেন,দেখতে দেখতে বাবা চলে যাবার দুই বছর হয়ে গেলো। সবাই আমার বাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেহেস্ত নসীব করেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গৌরবময় কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য তাকে ২০১২ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। নয়ীম গহর স্বাধীনতা উল্লেখ্য সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘জš§ আমার ধন্য হলো মাগো’ গানটি নঈম গহরের লেখা। এছাড়া ‘নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো’, ‘পূবের ঐ আকাশে সূর্য উঠেছে’সহ এমন সব কালজয়ী দেশাত্মবোধক গানেরও গীতিকবি নয়ীম গহর। তিনি তার গানের বাণী দিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুগিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় এতকিছু করলেও পরে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট গ্রহণ করেননি এ প্রয়াত এ বরেণ্য ব্যক্তি। তবে ২০১২ সালে তাকে স্বাধীনতা পদক দেয়া হয়।
×