ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খেলাঘরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩:৪৪, ৭ অক্টোবর ২০১৭

খেলাঘরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্ব শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুক্রবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রেলপথ মন্ত্রী জনাব মুজিবুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিত্র শিল্পী সমরজিৎ রায় চৌধুরী। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ, সভাপতিমন্ডলীর সদস্য পলি খালেদ, আবদুল মতিন ভূইয়া, নাজমুল আহসান অপু, সহ-সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্পাদকমন্ডলীর সদস্য এ আলী আহমদ নান্তু। বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় ৪৫০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। পদ্মা বিভাগে প্রথম স্থান অধিকার করে সাইফ মাহমুদ, দ্বিতীয় আফসিন হাসনাইন, তৃতীয় সাফা আল সোয়াদ, বিশেষ পুরস্কার সোলেমান হোসেন। মেঘনা বিভাগে প্রথম স্থান অধিকার করে রাফিন আহমেদ, দ্বিতীয় শিকদার সমন্বয় ফারদিন, তৃতীয় আসিফ হোসেন আফ্রিদি। যমুনা বিভাগে প্রথম স্থান অধিকার করে মিনহা বিনতে মনির, দ্বিতীয় সাদিয়া ইসলাম মীম, তৃতীয় শামস উর রহমান, কপোতাক্ষ বিভাগে (বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোর) প্রথম ফয়সাল মাহমুদ, দ্বিতীয় মেহেরুন নেসা নীলা, তৃতীয় আবিদ হোসেন। পরিশেষে বিজয়ী শিশু-কিশোরদের মাঝে সনদপত্র এবং পুরস্কার প্রদান করা হয়।
×