ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিটু করিমের ‘প্রজাবতী সময়’

প্রকাশিত: ০৩:৪৪, ৭ অক্টোবর ২০১৭

লিটু করিমের ‘প্রজাবতী সময়’

স্টাফ রিপোর্টার ॥ ‘প্রজাবতী সময়’ নামের একটি নাটকের শূটিং সম্প্রতি শেষ হয়েছে। লিটু করিমের রচনা ও পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, শর্মিলী আহমেদ, নুরে আলম নয়ন, নিশা ইসলাম, আহমেদ সাজু, শিমুল কুন্ডু, হাবিব, সায়মন, সায়েম, আহমেদ সাব্বির রোমিও, লিয়ানা লিয়ান, সাদিয়া রুবাইয়াৎ প্রমুখ। চন্দনা মাল্টিমিডিয়া প্রযোজিত ‘প্রজাবতী সময়’ নাটকের নির্বাহী প্রযোজক উত্তম কু-ু। নাটকের চিত্র গ্রহণে কবির হোসেন সোহেল, লাইট ইমন, সহকারী পরিচালক মঞ্জু খান, আবহ সঙ্গীত সহন রহমান। ব্যতিক্রমী গল্পে নির্মিত হয়েছে ‘প্রজাবতী সময়’ নাটকটি। ‘প্রজাবতী সময়’ মানে মেয়েদের গর্ভকালীন । নাটকের গল্পে দেখা যাবে হাসান সাহেবের অফিসে চাকরি করে সাজু। বাসার কম্পিউটার নষ্ট হওয়ায় সাজুকে বাসায় পাঠায় হাসান সাহেব তখন থেকেই মমর সঙ্গে পরিচয় হয়। মমর বাচ্চা হয় না এ নিয়ে সংসারে খুব অশান্তি। হাসান সাহেবের সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না। হাসান সাজুকে খুব সন্দেহ করতে শুরু করে। কয়েক বার সাজুকে মমর সঙ্গে দেখে হাসান। হঠাৎ মমর পেটে বাচ্চা আসে। এই সংবাদ শুনে হাসানের মাথা আরও নষ্ট হয়ে যায়। হাসান জানে সে কখনও বাবা হতে পারবে না তাহলে তার স্ত্রীর পেটে বাচ্চা এল কীভাবে। সন্দেহের তীর ছোড়ে সাজুর দিকে। গল্প চলতে থাকে বাকি শেষ পরিণীতি জানতে চোখ রাখতে হবে টিভির পর্দায়।
×