ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শতাধিক প্রেক্ষাগৃহে ‘ঢাকা এ্যাটাক’

প্রকাশিত: ০৩:৪২, ৭ অক্টোবর ২০১৭

শতাধিক প্রেক্ষাগৃহে ‘ঢাকা এ্যাটাক’

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকাসহ সারা দেশের ১২২টি হলে শুক্রবার মুক্তি পেয়েছে এ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘ঢাকা এ্যাটাক’। দীপঙ্কর দীপন পরিচালিত এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, নওশাবা, আলমগীর, আফজাল হোসেন, হাসান ইমাম, শতাব্দী ওয়াদুদ, শিপন প্রমুখ। চলচ্চিত্রের কাহিনী লিখেছেন সানী সানোয়ার। প্রযোজনা করেছে ফ্ল্যাশ মাল্টিমিডিয়া, বাংলাদেশ পুলিশ পরিবার কল্যাণ সমিতি ও থ্রি হুইলারস লিমিটেড। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ‘ঢাকা এ্যাটাক’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারে উপস্থিত অতিথিরা চলচ্চিত্রটির ব্যাপক প্রশংসা করছেন। প্রিমিয়ার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপন, অভিনেতা আরিফিন শুভ, এবিএম সুমন, নওশাবা, শিপন, পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তাসহ আরও অনেকে। প্রিমিয়ারে উপস্থিত অতিথিরা বলেন, ‘ঢাকা এ্যাটাক’ দর্শকের চলচ্চিত্র। দর্শক নিশ্চয় চলচ্চিত্রটির পক্ষে রায় দেবে। ‘ঢাকা এ্যাটাক’ এমন একটি চলচ্চিত্র সেখানে পুলিশের বাস্তবতা তুলে আনা হয়েছে। কিভাবে চ্যালেঞ্জ নিয়ে দেশকে তারা নিরাপত্তার চাদরে ঢেকে রাখে সেটাই এইচলচ্চিত্রের মুল বিষয়বস্তু বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের পুলিশ অনেক পরিশ্রম করেন। দেশের জন্য প্রতিনিয়ত ত্যাগ স্বীকার করেন। পদে পদে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন। তাদের এই কষ্টের দাম হয়তো সরকারও ঠিকমতো দিতে পারেন না। আমি নিজেও তাদের বেতন বাড়ানোর জন্য কয়েকবার বলেছি। যাই হোক চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আমাদের এই পরিশ্রমী পুলিশ বাহিনী। তাদের কাজকর্ম নিয়ে নির্মিত এই চলচ্চিত্র দর্শক হৃদয়ে স্থান পাবে এটাই বিশ্বাস করি। বরেণ্য অভিনেতা সৈয়দ হাসান ইমাম বলেন, বেশি কিছু বলতে চাই না। শুধু বলব চলচ্চিত্রটি অনেক কষ্ট করে নির্মাণ করা হয়েছে। আশা করি সবাই প্রেক্ষাগৃহে এসে উপভোগ করবেন। চলচ্চিত্রটি দেখে সমালোচনা করবেন। না দেখে সমালোচনা করবেন না।নির্মাতা রেদোয়ান রনি বলেন, এটি দর্শকের চলচ্চিত্র। দর্শক হলে বেশ উপভোগ করবে। প্রিমিয়ার শো দেখে আশাবাদী হয়ে উঠলাম, আশা করি ব্যবসাসফল চলচ্চিত্র হতে যাচ্ছে এটি। দীপন’দা ও পুরো দল বেশ কষ্ট করেছে। শুভ কামনা।নির্মাতা গোলাম সরোয়ার দুদুল বলেন, এটি একটি কমপ্লিট বিনোদন প্যাকেজ, কিন্তু এর মধ্যে আপনি পাবেন টান টান উত্তেজনা।
×