ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে শিশুসদনে আগুন

চার শিশু ও এক নিরাপত্তারক্ষীর মৃত্যু

প্রকাশিত: ০৩:৩৭, ৭ অক্টোবর ২০১৭

চার শিশু ও এক নিরাপত্তারক্ষীর মৃত্যু

ব্রাজিলের একটি শিশুসদনে আগুন লেগে চার শিশু ও এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়া অন্তত ২৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে; যাদের বেশিরভাগই ৪ থেকে ৫ বছরের শিশু বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার মিনাস জেরাইস রাজ্যের প্রত্যন্ত জানাউবা শহরের জেন্তি ইনোসেন্তে চাইল্ড কেয়ার সেন্টারে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ওই শিশুসদনের চাকরি হারানো ৫০ বছর বয়সী এক নিরাপত্তারক্ষী ভবনে আগুন লাগিয়ে পরে নিজের শরীরেও আগুন ধরিয়ে দেন। হাসপাতালে চিকিৎসাধীন ওই নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনার পর শিশুসদনটির বাইরে তুমুল হট্টগোল। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর অনেক অভিভাবককে কাঁদতে ও আতঙ্কিত হয়ে আশপাশে ছুটছুটি করতেও দেখা যায়। আহত কয়েকজনকে বিমানে করে রাজ্যের রাজধানী বেলো হরিজোন্তের বিশেষায়িত একটি হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বার্ষিক ছুটি কাটিয়ে ফেরার পর স্বাস্থ্য সমস্যার কারণ দেখিয়ে নিরাপত্তারক্ষী দামিয়াওকে চাকরিচ্যুত করে শিশুসদন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার জেন্তি ইনোসেন্তে চাইল্ড কেয়ার সেন্টারে গিয়ে নিজের স্বাস্থ্যগত চিকিৎসা সনদ জমা দেন দামিয়াও; তারপরই তিনি ভবনটিতে আগুন ধরিয়ে দেন। নিহত এক শিশুর মা বলেন, বাড়ি পাল্টানোর কারণে অগ্নিকাণ্ডের আগেই তিনি তার চার বছর বয়সী ছেলে হুয়ান মিগুয়েল সোয়ারেস সিলভাকে পাশের আরেকটি নার্সারি ভর্তি করার চিন্তা করছিলেন। কাঁদতে কাঁদতে জেন কেলি দা সিলভা সোয়ারেস বলেন, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম বাচ্চাকে নার্সারিতে ছেড়ে আসতে। এরপর যখন তাকে দেখি ততক্ষণে সে হাসপাতালে মৃত। ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের এই ঘটনায় শোক জানিয়েছেন।
×