ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাতালোনিয়ার স্বাধীনতার উদ্যোগ আটকে দিল স্পেনের আদালত

প্রকাশিত: ০৩:৩৩, ৭ অক্টোবর ২০১৭

কাতালোনিয়ার স্বাধীনতার উদ্যোগ আটকে দিল স্পেনের আদালত

কাতালান পার্লামেন্টে স্বাধীনতা ঘোষণার উদ্যোগ নিতে সোমবার আয়োজিত অধিবেশনের ওপর স্থগিতাদেশ দিয়েছে স্পেনের সাংবিধানিক আদালত। এ ধরনের উদ্যোগ সংবিধানের লঙ্ঘন বলে অভিহিত করেছে আদালত। বিবিসি। এর আগে রবিবারের গণভোটের প্রক্ষিতে স্বাধীনতার ঘোষণা না দিতে কাতালোনিয়ার আঞ্চলিক সরকারকে হুঁশিয়ার করেছিলেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। তবে সে সতর্কবার্তা অগ্রাহ্য করেই কাতালান নেতা কার্লেস পুজদেমন চলতি সপ্তাহ শেষে বা আগামী সপ্তাহের শুরুতে স্বাধীনতা ঘোষণার পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার আদালত মাদ্রিদ সরকার এবং স্পেন থেকে বিচ্ছিন্নতাবিরোধী কাতালোনিয়া স্যোশালিস্ট পার্টির পক্ষেই রায় দিয়েছে। রায়ে আদালত বলেছে, আঞ্চলিক সরকারকে পার্লামেন্টে অধিবেশন এবং স্বাধীনতা ঘোষণা করতে দিলে এতে দলের এমপিদের অধিকার ক্ষুণ্ন হবে। এর আগে স্বাধীনতার প্রশ্নে রবিবারে অনুষ্ঠিত গণভোটকেও বেআইনী আখ্যা দিয়েছিল আদালত। সেবার স্পেনের সরকারের তরফ থেকেই গণভোটকে চ্যালেঞ্জ করে রিট করা করা হয়েছিল। রবিবারের গণভোট বন্ধে আদালতের এর আগে দেয়া একটি রায় উপেক্ষা করেছিলেন কাতালোনিয়ার নেতারা। কাতালোনিয়ার কর্মকর্তারা গণভোটে স্বাধীনতার পক্ষে প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছে দাবি করলেও এখনও পর্যন্ত ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেনি। গণভোটে ৪২ শতাংশ মানুষ ভোট দিয়েছে বলে হিসাব করা হয়েছে। স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়া সোমবারই ¯েপন থেকে আলাদা হতে স্বাধীনতা ঘোষণার উদ্যোগ নেবে বলে গত ৪ সেপ্টেম্বরে জানান অঞ্চলটির এক সরকারী কর্মকর্তা। তিনি জানিয়েছিলেন, আঞ্চলিক পার্লামেন্টের নিয়ন্ত্রক স্বাধীনতাপন্থী দলগুলো ওইদিন স্বাধীনতা ঘোষণা করা নিয়ে একটি বিতর্ক ও ভোট অনুষ্ঠানের আহ্বান করেছে। এ ভোটের পরই স্বাধীনতা ঘোষণা করা হবে। তার এ বক্তব্যের পরই স্পেনের সাংবিধানিক আদালত এ প্রচেষ্টা রুখে দেয়। আগামী কয়েক দিনের মধ্যে স্পেন থেকে আলাদা হয়ে কাতালোনিয়া স্বাধীনতা ঘোষণা করবে বলে জানিয়েছেন কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন। মঙ্গলবার বিবিসিকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। গত রবিবার কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোটের পর এই প্রথম সাক্ষাতকার দিলেন কার্লেস পুজদেমন। তিনি বলেন, তার সরকার এই সপ্তাহের শেষে অথবা এরপরের সপ্তাহের শুরুতে কাজ শুরু করবে। এরই মধ্যে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ বলেছেন, গণভোটের আয়োজকরা নিজেদের আইনের বাইরে নিয়ে গেছেন। এ গণভোট অবৈধ। সাক্ষাতকারে কারলেসের কাছে জানতে চাওয়া হয় স্পেনের সরকার যদি হস্তক্ষেপ করে এবং কাতালোনিয়া সরকারের নিয়ন্ত্রণ নিয়ে তখন কী করবেন। জবাবে কার্লেস বলেন, এটা ভুল হবে, যা সবকিছুই বদলে দেবে। কাতালোনিয়ার নেতা বলেন, বর্তমানে মাদ্রিদে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার প্রশাসনের কোন যোগাযোগ নেই। সোমবার ইউরোপীয় কমিশনের বিবৃতির সঙ্গে তিনি দ্বিমত পোষণ করেন, যাতে বলা হয়েছে কাতালোনিয়ার ঘটনা স্পেনের অভ্যন্তরীণ ইস্যু। স্পেনের রাজার ভাষণের কিছুক্ষণ পরই কার্লেস কথা বলেন। গণভোটে কেন্দ্রীয় সরকারের নির্দেশে নজিরবিহীনভাবে বাধা দেয় পুলিশ, এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় প্রায় ৯০০ জন আহত হয়। এর প্রতিবাদে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। এদিকে জাতির উদ্দেশে ভাষণে স্পেনের রাজা বলেন, যেসব কাতালোন নেতা এ গণভোটের আয়োজন করে তারা রাষ্ট্রীয় ক্ষমতার প্রতি অসম্মান করেছেন। তারা আইনের শাসনের গণতান্ত্রিক মূল্যবোধ ভেঙ্গেছেন।
×