ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মায়ের কাছে ফিরে গেল কুড়িয়ে পাওয়া শিশু হুমায়সা

প্রকাশিত: ০৮:১০, ৬ অক্টোবর ২০১৭

মায়ের কাছে ফিরে গেল কুড়িয়ে পাওয়া শিশু হুমায়সা

স্টাফ রিপোর্টার ॥ রাস্তায় পলিথিনে কুড়িয়ে পাওয়া শিশু হুমায়সা তার প্রকৃত মায়ের কাছে ফিরে গেছে। হুমায়সাকে আড়াই মাস লালন-পালন করেছে এক দম্পতি। অবশেষে আদালতের নির্দেশে প্রকৃত মা-বাবার কাছে ফিরিয়ে দেয়া হলো শিশুটিকে। আদালতে লালন পালনকারী বেসরকারী কর্মকর্তা শাকিলের স্ত্রী শিশুটিকে ফিরিয়ে দিতে নারাজ ছিলেন। বৃহস্পতিবার আদালতে শুনানি শেষে বিচারক মোঃ হাফিজুর রহমান শিশুটির প্রকৃত মা বৃষ্টি আক্তারের কাছে তাকে ফিরিয়ে দেয়ার আদেশ দেন। পুলিশ জানায়, গত ১৬ জুলাই সকালে রাজধানীর উত্তর-পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর মাছের আড়ত থেকে মাছ কিনে বাসায় ফিরছিলেন একটি বেসরকারী কোম্পানির কর্মকর্তা মোঃ শাকিল। ফেরার পথে মাছের আড়তের পশ্চিম পাশে একটি শিশুর কান্না শুনতে পান তিনি। কান্না শুনে এগিয়ে গেলে একটি হলুদ শপিং ব্যাগের মধ্যে মেয়ে শিশুটিকে দেখতে পান তিনি। এরপর প্রাথমিক চিকিৎসা করে দুই দিন বয়সী শিশুটিকে বাসায় নিয়ে যান শাকিল। শিশুটির কোন অভিভাবক না পাওয়ায় নিজের সন্তানের মতো পালন করতে থাকেন শাকিল দম্পতি। এরপর উত্তরা পশ্চিম থানায় তিনি একটি জিডি করেন। উত্তরা পশ্চিম থানা পুলিশ শিশুটিকে শাকিলের জিম্মায় দেয়। এরপর শিশুটির বিষয়ে আদালতকে অবহিত করে পুলিশ। পরে শিশুটি শাকিল দম্পতির কাছে বেড়ে উঠছিল। তারা শিশুটির নামও রাখেন হুমায়সা। এরই মধ্যে গত ২৮ আগস্ট বৃষ্টি আক্তার নামে এক নারী নিজেকে শিশুটির প্রকৃত মা দাবি করেন। সন্তানকে নিজের কাছে ফিরিয়ে নিতে চান। আদালত শিশুটির বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। এরপর গত ২৪ সেপ্টেম্বর অফিসার সুমন মধু আদালতে প্রতিবেদন দাখিল করেন। সেখানে বৃষ্টি আক্তার যে শিশুটির প্রকৃত মা তা উল্লেখ করেন। শিশুটি জন্মের সময় উপস্থিত ধাত্রী হোসেনা বেগমও সেখানে উপস্থিত ছিলেন। এরপর বৃহস্পতিবার প্রতিবেদনটি আমলে নিয়ে শিশুটিকে তার প্রকৃত মা বৃষ্টি আক্তারের জিম্মায় দেয়ার আদেশ দেয় আদালত। একই সঙ্গে শিশুটিকে ৩ মাস অন্তর অন্তর আদালতে হাজিরের নির্দেশ দেয় আদালত।
×