ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যাংক কর্মকর্তাকে হুমকি লিবরার মালিক রওশন আলম গ্রেফতার ॥ পরে জামিন

প্রকাশিত: ০৭:৫৪, ৬ অক্টোবর ২০১৭

ব্যাংক কর্মকর্তাকে হুমকি লিবরার মালিক রওশন আলম গ্রেফতার ॥ পরে জামিন

স্টাফ রিপোর্টার ॥ ব্যাংকঋণ পরিশোধ না করে উল্টো ব্যাংক কর্মকর্তাকে হুমকি দেয়ার কারণে লিবরা কাম্পানির মালিক রওশন আলম গ্রেফতারের কয়েক ঘণ্টা পরেই জামিন লাভ করেছেন। রাজধানী ঢাকার রূপনগর থানার ওসি শহীদ আলম জানান, আল আরাফা ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছেন লিবরা মালিক। ঋণ চাওয়ায় লিবরা মালিক এক ব্যাংক কর্মকর্তাকে হুমকি দেন। এ ব্যাপারে ওই ব্যাংক কর্মকর্তা মতিঝিল থানায় একটি জিডি করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করে। আদালত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আসামিকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করে। সেই পরোয়ানার ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মিরপুরের শিয়ালবাড়িতে লিবরার কারখানা থেকে তাকে গ্রেফতার করা হয়। রওশন আলম লিবরা ফার্মাসিটিউক্যাল লিমিটেডের চেয়ারম্যানও। বৃহস্পতিবার দুপুরেই গ্রেফতারের পর পরই তাকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে মহানগর হাকিম গোলাম নবী তাকে জামিন দেন।
×