ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিসি প্যানেল নিয়ে রিট ঢাবির অবস্থান বদল হওয়ায় আইনজীবী পরিবর্তন

প্রকাশিত: ০৭:৫১, ৬ অক্টোবর ২০১৭

ভিসি প্যানেল নিয়ে রিট ঢাবির অবস্থান বদল হওয়ায় আইনজীবী পরিবর্তন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের উদ্দেশ্যে ডাকা সিনেট সভার বৈধতা নিয়ে করা রিটের শুনানি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত আইনজীবী পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, রিটের বিষয়ে সরকার ও বিশ্ববিদ্যালয়ের অবস্থান পরিবর্তন হওয়ায় আইনজীবীও পরিবর্তন করা হয়। আগের আইনজীবী যে উদ্দেশ্য নিয়ে আদালতে লড়তেন এখন তা পরিবর্তন হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে আইনজীবী পরিবর্তনের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আখতারুজ্জামান। তিনি বলেন, রিটের শুরুতে আইনজীবী আদালতে যে কথা বলে আসছিলেন এখন তিনি তা বলতে পারেন না। একজনের মুখে তো আর দুই কথা বলা সম্ভব নয়। গত ২৯ জুলাই বিশেষ সিনেট সভায় তিন সদস্যের উপাচার্য প্যানেল নির্বাচিত হয়। রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি ছাড়া সিনেট সভা করায় বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক ও তিন জন গ্র্যাজুয়েট প্রতিনিধির করা রিটের শুনানি শেষে ৩ আগস্ট প্যানেলের কার্যক্রম স্থগিত ঘোষণা করে উচ্চ আদালত। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় ৩ অক্টোবর। ঐদিন শুনানি না চললেও ৪ অক্টোবর থেকে শুনানি শুরু হয়েছে। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত আইনজীবী ছিলেন এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। কিন্তু এরই মধ্যে বৃহস্পতিবার আইনজীবী পরিবর্তনের খবর পাওয়া যায়। নতুন আইনজীবী হিসেবে এডভোকেট কামরুল হককে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে।
×