ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জঙ্গী বানাতে চায় বিএনপি ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫১, ৬ অক্টোবর ২০১৭

রোহিঙ্গাদের জঙ্গী বানাতে চায় বিএনপি ॥ খাদ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য কামরুল ইসলাম বলেছেন, বিএনপি বাংলাদেশে জঙ্গী তৎপরতা ও সন্ত্রাসী কাজে রোহিঙ্গাদের ব্যবহার করতে চায়। এ কারণে রোহিঙ্গাদের মিয়ানমারে ‘সেইফ জোনে’ রাখার বিষয়ে সরকারের প্রস্তাবের বিরুদ্ধে বিএনপির অবস্থান। বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আমরা মিয়ানমারকে বাধ্য করতে পারব। বিশ্বের সকল মানুষ প্রধানমন্ত্রীর পাঁচ দফা দাবি সমর্থন করেছেন। প্রধানমন্ত্রীর পরিকল্পনার পক্ষে বিশ্ববিবেক সাড়া দিয়েছে। অথচ আমাদের দেশে একটি রাজনৈতিক দল তার সমালোচনা করছে। প্রধানমন্ত্রী যখন রোহিঙ্গাদের একটি সেইফ জোনে থাকার কথা বলেছেন, এই সেইফ জোনে তাদের থাকার যখন ব্যবস্থা হচ্ছে তখন এই রাজনৈতিক দল বিএনপি এই ‘সেইফ জোনে’ রাখার ব্যবস্থাটাকে পছন্দ করছে না। আসলে বিএনপি চায় রোহিঙ্গারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যাক। অতীতে তারা যেমন আগুন সন্ত্রাস করেছে, জঙ্গী তৎপরতার মদদ দিয়েছে, ঠিক তেমনিভাবে রোহিঙ্গারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে জঙ্গী তৎপরতায় জড়িয়ে পড়ুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষার মেরুদণ্ড শিক্ষক। শিক্ষকদের যদি যথাযথ সম্মান দেয়া না হয় তাহলে মেধাবী শিক্ষার্থীরা আরও ১০ পেশায় যেতে চাইলেও তারা শিক্ষকতা পেশাতে আসতে চাইবে না। স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অবসর সুবিধা বোর্ডের সদস্য শরীফ আহমদ সাদীসহ শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।
×